বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কর্মকর্তার গাফিলতির খেসারত দিচ্ছে বিমান

news-image

গোলাম সাত্তার রনি
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তার গাফিলতিতে প্রতিষ্ঠানটির ৫ লাখ ডলার আড়াই বছর ধরে আটকে আছে ইরানে। বিপুল এই অর্থের গন্তব্য ছিল লন্ডনে। শুধু তাই নয়, সরকারি ব্যাংকে রাখার নিয়ম থাকলেও বিমানের ৪৭২ কোটি টাকার স্থায়ী আমানত রহস্যজনক কারণে অপেক্ষাকৃত কম সুদে ঝুঁকিপূর্ণ ব্যাংকে রাখেন ওই কর্মকর্তা। এতে বিমানের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। ফারমার্স ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ায় সেখানে রাখা ১০ কোটি টাকা এখন উত্তোলন করা সম্ভব হচ্ছে না।

এদিকে ওই গাফিলতির খেসারত রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বছরের পর বছর ধরে গুনলেও অভিযুক্ত বিমানের অর্থ বিভাগের পরিচালক (সিএফও) নওশাদ হোসেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। উল্টো পুরস্কারস্বরূপ তাকে সম্প্রতি বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। নওশাদ হোসেনের দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে এর আগে বিমানের সাবেক এমডি ও সিইও শফিউল আজিম মন্ত্রিপরিষদ বিভাগে লিখিত অভিযোগও দিয়েছেন।

বিমান ও ব্যাংক নথি সূত্রে জানা গেছে, নওশাদ হোসেন ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি শাহজালাল বিমানবন্দরের সোনালী ব্যাংকের শাখায় পরিচালিত ফরেন কারেন্সি অ্যাকাউন্ট নং- ০১২৮৯০৭০০০০০১-এর মাধ্যমে ৫ লাখ ইউএস ডলার পাঠাতে ইরান এয়ারপোর্ট এয়ার নেভিগেশন কোম্পানি এবং এমিরেটস জেনারেল পেট্রোলিয়ামের ইনভয়েস ব্যবহার করেছেন। বিষয়টি ধামাচাপা পড়ে ছিল এক বছর। লেনদেন সম্পন্ন না হওয়া এই বিপুল অর্থ শেষ পর্যন্ত উদ্ধার হবে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিমানের একাধিক কর্মকর্তা।

জানা গেছে, বিমানের টাকা সরকারি ব্যাংকে রাখার নিয়ম রয়েছে। সেখানে আমানতের সুদহার শতকরা ৯.৫। অন্যদিকে বেসরকারি ব্যাংকে আমানতের সুদ হার কম। নওশাদ হোসেন অনিয়মের মাধ্যমে বিমানের অনুমতি না নিয়েই বিভিন্ন ব্যাংকে ৪৭২ কোটি টাকার স্থায়ী আমানত ঝুঁকিপূর্ণ ব্যাংকে রাখেন। যার অধিকাংশ হলুদ ও লাল তালিকাভুক্ত। ফলে বিপুল পরিমাণ মুনাফা হারাচ্ছে বিমান।

বিমানের সাবেক এমডি ও সিইও শফিউল আজিম মন্ত্রিপরিষদ বিভাগে দেওয়া চিঠিতে নওশাদকে দুর্নীতিবাজ কর্মকর্তা উল্লেখ করে জানিয়েছেন, বিমানের একটি দুর্নীতিবাজ চক্র বিশেষ করে দীর্ঘদিন কর্মরত বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ১৮ ব্যাচের কর্মকর্তা মো. নওশাদ হোসেন ও তার অধীনে কর্মরত অনিয়মের দায়ে চাকরিচ্যুত এক কর্মকর্তা ৪টি ব্যাংকের নামে কিছু বেসরকারি অখ্যাত/দায়গ্রস্ত ব্যাংকে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিমানের শতকোটি টাকা আমানত রেখেছেন। এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জরুরি।

তবে এ অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বিমানের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) নওশাদ হোসেন আমাদের সময়কে বলেন, বিমানের কোনো টাকা লন্ডনে, আবার কোনো টাকা ইরানে পাঠানো হয়। ৫ লাখ ডলার পাঠানোর বিষয়ে ইনভয়েসে ছিলÑ ইরানে ওভার ফ্লাইং একটা বিল পেমেন্ট হবে। এ রকম একটা ইস্যু ছিল। এখানে শাখা একটা ভুল করেছে। আমরা ফুয়েল প্রাইজসহ বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে লন্ডনে টাকা পাঠাই। ওরা এই ইনভয়েসটা ব্যবহার করেছে। ইরান ও মিডলইস্টের পেমেন্ট কখনও লন্ডন থেকে যায় নাই। ক্যাশ অ্যান্ড ব্যাংকিং শাখা থেকে ভুল ইনভয়েস লিখে ফেলেছে। ফলে ওই ট্রানজেকশনটা আটকে দিয়েছে।

লন্ডনের টাকা আটকে যাওয়ার পর সোনালী ব্যাংক টাকাটা আমাদের দিয়ে দেওয়ার কথা। কারণ আমরা তো জানি না কোথায় কী, কার সঙ্গে এমবার্গো রয়েছে। আমরা সোনালী ব্যাংকের সিস্টেমটা ব্যবহার করেছি। সমস্যার এখনও সমাধান হয়নি। লন্ডন থেকে আমাদেরকে একটা আইডি নম্বর দিয়েছে। সেটা দিয়ে আমরা এখন দেখতে পারছি টাকাটা কী অবস্থায় আছে। ওরাও নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। টাকাটা (ডলার) উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় হেমন্তের প্রথম বৃষ্টি, জনজীবনে স্বস্তি

জুলাই হত্যাকাণ্ডের দায় নেবেন না হাসিনা: ইনডিপেনডেন্ট

আপাতত বাসায় ফেরার অবস্থায় নেই হাসান মাসুদ

বিনাদোষে ১০৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই : নাহিদ ইসলাম

১৪ রানের পরাজয়ে সিরিজ খোয়াল বাংলাদেশ

নির্বাচন বানচালে ছোটখাটো নয় বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা

ঐকমত্য কমিশন ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়েছে, এটা প্রতারণা: ফখরুল

আইন উপদেষ্টার ওপর জনগণের আস্থা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

বুদ্ধের শিক্ষা মানবতার জন্য দিকনির্দেশনা: প্রধান উপদেষ্টা

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৯৬৪, দুজনের মৃত্যু

১২৮ জুলাইযোদ্ধার গেজেট বাতিল