বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মেঘনা নদীতে পুলিশের ওপর চাঁদাবাজদের হামলা, আহত ৫

news-image

নিজস্ব প্রতিবেদক সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে নৌ-পুলিশ ও চাদাঁবাজদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে মেঘনা নদীর সোনারগাঁও উপজেলাধীন নুনেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ৩ পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় পুলিশ চাঁদাবাজদের দুই সদস্যকে গ্রেপ্তার করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাঁদাবাজি করে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী মেঘনা উপজেলার নলচর গ্রামের বারেকের নেতৃত্বে টিটু, মহসিনসহ তাদের লোকজন দেশীয় অস্ত্র টেটা, বল্লম, রামদা নিয়ে মেঘনা নদীর নুনেরটেক এলাকায় বিভিন্ন নৌযানে চাঁদা আদায় করছিল। চাঁদা আদায় নিয়ে ‘এসবি জয়নব বৃষ্টি’ পরিবহন নামের এক বাল্কহেডের শ্রমিক মহিবুল্লাহ ও জাকারিয়া ইসলামের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তাদের পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

খবর পেয়ে বৈদ্যেরবাজার ও চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালায়। এ সময় চাঁদাবাজরা পুলিশের ওপর টেঁটা, বল্লম ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাকসুদ, কনস্টেবল সোহাগ ও সাইদুরকে আহত হন। পরে আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে রানা ও সাজ্জাদ নামের দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করে।

আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহতের মধ্যে পুলিশ কনস্টেবল সোহাগ ও বাল্কহেড শ্রমিক জাকারিয়া ইসলামের অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাল্কহেডের সুকানী মো. শফিকুল ইসলাম বলেন, ‘বাল্কহেডে বালু নিয়ে আমরা ঢাকা যাচ্ছিলাম। মেঘনা নদীর নুনেরটেকে নৌ চাঁদাবাজরা আমাদের আটক করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবি করা চাঁদা না দেওয়ায় আমাদের ২ শ্রমিককে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।’

বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, দীর্ঘ দিন ধরে একটি চাঁদাবাজ চক্র মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাঁদাবাজি করে আসছে। আজ সকালে ওই চক্রটি চাঁদার জন্য বাল্কহেডের শ্রমিকদের ওপর হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হতে চাঁদাবাজরা পুলিশের ওপর হামলা করে তিন পুলিশ সদস্যকে আহত করে। এ সময় দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় হেমন্তের প্রথম বৃষ্টি, জনজীবনে স্বস্তি

জুলাই হত্যাকাণ্ডের দায় নেবেন না হাসিনা: ইনডিপেনডেন্ট

আপাতত বাসায় ফেরার অবস্থায় নেই হাসান মাসুদ

বিনাদোষে ১০৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই : নাহিদ ইসলাম

১৪ রানের পরাজয়ে সিরিজ খোয়াল বাংলাদেশ

নির্বাচন বানচালে ছোটখাটো নয় বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা

ঐকমত্য কমিশন ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়েছে, এটা প্রতারণা: ফখরুল

আইন উপদেষ্টার ওপর জনগণের আস্থা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

বুদ্ধের শিক্ষা মানবতার জন্য দিকনির্দেশনা: প্রধান উপদেষ্টা

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৯৬৪, দুজনের মৃত্যু

১২৮ জুলাইযোদ্ধার গেজেট বাতিল