স্বচ্ছ নির্বাচন করতে চাইলে গণমাধ্যমের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে
নিজস্ব প্রতিবেদক : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে না পারলে দেশে বিভেদের রাজনীতি আরো প্রকট হতে পারে বলে মনে করেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। আর অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাইলে গণমাধ্যমের অবাধ প্রবাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
আজ সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল-বিকেল দুই দফায় গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। সকালে টেলিভিশনের প্রতিনিধিদের সঙ্গে, বিকেলে প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। এই সংলাপে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।
সাংবাদিকরা বলেন, বর্তমান নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যেহেতু পরবর্তী সরকারের সুবিধা গ্রহণের ইচ্ছা নেই, তাই এবার ভালো নির্বাচন করার মতো যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে। নির্বাচনে এআই-এর অপব্যবহার রোধে মূলধারার গণমাধ্যমের মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন। ইসির সামনে দুটো পথ খোঁলা রয়েছে বলেও অনেকে মন্তব্য করেছেন।
তারা বলেছেন, ইসির সামনে নায়ক এবং ভিলেন হওয়ার দুটি পথই রয়েছে। আপনারা কী ইতিহাসের অংশ হতে চান? নাকি অতীতের মতো পঁচা দুর্গন্ধযুক্ত ইসি হতে চান সেটা তাদের (ইসির) ওপর নির্ভর করছে। ইসির মেরুদণ্ড সোজা করে আইনের কঠোর প্রয়োগ দেখতে চান গণমাধ্যম ব্যক্তিত্বরা। এ ছাড়া সরকারি কর্মকর্তাদের মতো গণমাধ্যমকর্মীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টির দাবি করেছেন।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এই নির্বাচনটা কিন্তু দেশের ভবিষ্যত নির্ধারণ করে দেবে। নির্বাচন ভালো না হওয়ার কোনো সুযোগ জাতি হিসেবে আমাদের কাছে নেই। সুতরাং, সবাই মিলে নির্বাচনটা করতে হবে। এটা একটা জাতীয় নির্বাচন এবং জাতীয়ভাবেই আমরা করতে চাই। নির্বাচন কমিশনের একার পক্ষে এককভাবে সামাল দেওয়া সম্ভব হবে না।
নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে জাতির কাছে নির্বাচন কমিশনের বক্তব্য স্পষ্ট করার দাবি জানিয়েছেন কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। তিনি বলেন, ‘তারা তো দেশের নাগরিক। যদিও তারা অনুশোচনা করে নাই, এখন পর্যন্ত প্রায়শ্চিত্ত করে নাই, অনুতপ্ত হয় নাই, কিন্তু তারপরেও তাদের বাদ দিয়ে তো নির্বাচন হতে পারে না। সেই বিষয়ে নির্বাচন কমিশন সুস্পষ্ট অবস্থান জাতির কাছে পরিষ্কার করবেন, আন্তর্জাতিক সমাজের কাছে পরিষ্কার করবেন।’
হাসান হাফিজ বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আপনারা মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে জাতির কাছে পৌঁছাবেন। পুলসিরাতের মধ্যে আপনারা আছেন। আমরা চাইব আপনারা সেই রকম দৃঢ়তার পরিচয় দেবেন, দেশপ্রেমের পরিচয় দেবেন, অঙ্গীকারের পরিচয় দেবেন। আমাদের দেশের যে ইতিহাস সেটা খুবই মর্মান্তিক। আর আগের অতীতে নির্বাচনগুলো যারা পরিচালনা করেছেন তারা এখন কাঠগড়ায় দাঁড়াচ্ছেন। আপনাদের সামনেও কিন্তু সেই আশঙ্কাটা আছে।’
যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশে বলেন ‘আপনি যে এলাকা থেকে উঠে এসেছেন, সেটা হচ্ছে কুতুবদিয়া। এই কুতুবদিয়াতে বাতিঘর বলে একটা জিনিস রয়েছে। বাতিঘরের কাজ সমুদ্রের জাহাজ কোন দিকে যাবে, তা নির্ধারণ করা। আলোর বাতিঘর সে জাহাজের দিক নির্দেশনা দিত। আপনার হাতে সেই সুযোগ এসেছে। আপনি জাতিকে সঠিক নির্দেশনা দেওয়ার সুযোগ পেয়েছেন।’
তিনি বলেন, ‘আমরা ইতিহাসের যুগ-সন্ধিক্ষণের মধ্যে রয়েছি। এই জায়গায় ইসির জন্য দুটি পথ খোলা আছে। একটা হলো নায়ক হওয়া, অপরটি হচ্ছে ভিলেন হওয়া। এখন আপনারা বিচারপতি আব্দুর রউফের মতো কমিশন হবেন, নাকি হুদাদের মতো বিষাক্ত কমিশন হবে সেটা আপনারাই ঠিক করবেন।’
খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল বলেন, ‘আগামী নির্বাচন যদি অন্তর্ভূক্তিমূলক না হয়, তাহলে দেশটি আরও বিভাজনের দিকে যাবে এবং তা সংঘাত কিংবা সংঘর্ষে পরিণতির ইঙ্গিত বহন করবে। এই অবস্থায় নির্বাচন কমিশনের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ- জাতির ক্রান্তি রক্ষায় তাদের ভূমিকাই নির্ধারণ করবে পরবর্তী পরিস্থিতি।’
তিনি বলেন, ‘প্রতিহিংসার রাজনীতি এখন পরিবার-পরিবারে গিয়ে বাসা বেঁধেছে। একপর্যায়ে মাওবাদী সন্ত্রাসের কারণেই অনেকে নিরাপত্তাহীনতা অনুভব করে বিদেশে যাওয়ার কথা ভাবছেন। গণমানুষ যাতে ভোট দিতে পারে- এটা নিশ্চিত করা কমিশনের কাজ। আমি চাই উৎসবমুখর পরিবেশ; কিন্তু অর্ধেক মানুষকে বাইরে রেখে তা সম্ভব নয়।’
নির্বাচনকালীন সময়ে পেশিশক্তি এবং কালো টাকার প্রভাবের বিষয়ে নজর দেওয়া দরকার বলে মনে করেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। তিনি বলেন, আরপিওতে প্রার্থীর আয়করের বিষয়ে যাচাই-বাছাই করার কথা বলা থাকলেও পূর্বের কমিশনগুলো তা এড়িয়ে গেছে। সেই ফাঁক দিয়ে দুর্বৃত্তায়িত রাজনীতির সবচেয়ে খারাপ মানুষগুলো আইনপ্রণেতা হয়ে যাচ্ছেন। সেইসঙ্গে ডিজিটাল মাধ্যমে অর্থ ব্যয় করে জনমত প্রভাবিত করা যেন না হয় সে বিষয়ে ইসিকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।
সাজ্জাদ শরিফ বলেন, দেশের মানুষ সুষ্ঠু এবং স্বতর্স্ফুর্ত নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তাই পুরো নির্বাচনকে আদর্শ নির্বাচন কিভাবে করা যাবে তা নিয়ে ভাবতে হবে।
দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক এহ্সান মাহমুদ বলেন, ‘বিগত যে তিনটি নির্বাচন দেখেছি, আমরা জানি যে এক তরফা নির্বাচন দেখেছি, রাতের ভোটের নির্বাচন দেখেছি এবং সর্বশেষ ডামি ভোটের নির্বাচন দেখেছি। সেই নির্বাচনের পরিণতি ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশসহ বিশ্ববাসী উপলব্ধি করতে পেরেছে। জনগণের ইচ্ছা কিংবা অভিপ্রায়ের বিপরীতে গিয়ে যেই শক্তি যত বড় শক্তি হোক না কেন. সেটি কখনো দীর্ঘস্থায় হতে পারে না, গেল বছর ৫ আগস্ট দুপুরবেলা বাংলাদেশ একদম প্রত্যাখ্যান করেছে।’
তিনি বলেন, ‘আপনাদের কর্মপরিকল্পনায় লেখা আছে নির্বাচন অংশগ্রহণগুলো হতে হবে, স্বচ্ছ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং সুষ্ঠ ভোট হতে হবে, কিন্তু আপনারা এবার যাদের নির্বাচন পর্যবেক্ষক হিসেবে চিহ্নিত করেছেন তাদের মধ্যে এমন কারো কারো ক্ষেত্রে দেখা গেছে নাম ঠিকানা সর্বস্ব। এটা খুবই দুঃখজনক এবং অনাকাঙ্খিত। এই তালিকা করার ক্ষেত্রে ইসির যাদের কাজের গাফিলতি রয়েছে সেটা যদি খুঁজে বের করা না যায় এবং তাদেরকে যদি এটার জন্য জবাবদিহি করা না হয় তাহলে ইসির দক্ষতা নিয়ে নানা প্রশ্ন উঠতে পারে। ’
এহ্সান মাহমুদ বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশন অক্লান্ত পরিশ্রম করছেন, আপনাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু পর্যবেক্ষক সংস্থা নিয়ে যে প্রশ্নবিদ্ধ হলো, এই জায়গাটা আমার মনে হয় যে খতিয়ে দেখা খুব জরুরি।’
তিনি বলেন, ‘পেশাগত জায়গা থেকে বিশ্বাস করি। নির্বাচনে যে স্বচ্ছতা কিংবা আপনারা বলেছেন সুষ্ঠু ও নিরপেক্ষতা যদি নিশ্চিত করতে চান তাহলে তো গণমাধ্যম কিংবা সংবাদমাধ্যমে একটা বড় ভূমিকা রয়েছে। তাই আগামী নির্বাচনে আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ কিংবা প্রশ্ন একেবারে প্রশ্নহীনতার ঊর্ধে রেখে নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট দিতে চান তাহলে গণমাধ্যমে অবাধ স্বাধীনতা দিতে হবে। গণমাধ্যমকর্মীদের ক্ষেত্রে যদি আগের বিদ্যমান ব্যবস্থা বহাল থাকে তাহলে তো সুষ্ঠু ভোটের অন্তরায় হবে। তা ছাড়া ৫ আগস্ট পরবর্তীতে আমাদের গণমাধ্যমের চরিত্র বদলায়নি। বিতর্কিত তিনটি নির্বাচনে যেসকল গণমাধ্যম সাফাই গেয়েছিল সেই সমস্ত সাংবাদিক বা সে সমস্ত সাংবাদিক নেতা কিংবা সেই সমস্ত প্রতিষ্ঠান বা গণমাধ্যমগুলোকে আপনার চিহ্নিত করবেন। ’
এহ্সান মাহমুদ আরও বলেন, নির্বাচনী দায়িত্বে থাকা সাংবাদিকদের প্রিসাইডিং অফিসারের অবহিত করে কাজ করার বিষয়টি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি। প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনার ইতিহাসের সেরা নির্বাচনের কথা বলেছেন সেটা করতে হলে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার নিরাপত্তা দিতে হবে নির্বিঘ্নে ভোট দেওয়ার নিশ্চয়তা দিতে হবে।
নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে অর্থের প্রভাব নির্মূলের ওপর জোর দিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক মাহবুব মোর্শেদ। তিনি বলেন, নির্বাচনের আগে টাকার খেলা কঠোরভাবে বন্ধ করতে হবে। ভোট কেনাবেচা, মনোনয়ন বাণিজ্য, প্রশাসনকে প্রভাবিত করার জন্য অর্থের ব্যবহার-এসব রোধ করতে পারলেই জনগণের একটি প্রকৃত সংসদ পাওয়া সম্ভব হবে।
প্রথম পর্বের সংলাপের সমাপনী বক্তব্যে সিইসি নাসির উদ্দিন বলেন, ‘প্রিজাইডিং অফিসারের ক্ষমতায়নে শুধুমাত্র আইনি বাধ্যবাধকতার কারণে ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশে অনুমতির বিধান রাখা হয়েছে। এ ছাড়া কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার ও স্বল্প সময় অবস্থানে কড়াকড়িও আইনগত বাধ্যবাধকতার কারণে করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সঙ্গে সমন্বয় রেখে সাংবাদিকদের পাশাপাশি দেশি-বিদেশি পর্যবেক্ষকদেরও এমন বিধান রাখা হয়েছে। আমাদের নিয়ত পরিষ্কার, ভুল বুঝবেন না।’
সিইসি বলেন, ‘আপনারা আমাদের ভুল বুঝবেন না। এটা শুধু আরপিও লিগ্যাল রিকোয়ারমেন্ট। এটা শুধু ইনফর্ম করার ব্যাপার। প্র্যাকটিক্যাল কারণে এটা করা হয়েছে। আইনটাকে অনার করার জন্য করা হয়েছে। গণমাধ্যম আমাদের সোর্স অব ইনফরমেশন।’
এর আগে সকালের সংলাপে ডিবিসি টেলিভিশনের সম্পাদক লোটন একরাম বলেন, ভোটের সময় গণমাধ্যমের জন্য প্রণীত নীতিমালা সংশোধন করতে হবে। অনিয়ম হলেও কেন্দ্রের ভেতরে সরাসরি সম্প্রচারে মানা, দশ মিনিটের অবস্থান করার বিষয়টি স্বচ্ছ নির্বাচনে বাধা হবে। বিদ্যমান আইন পরিস্থিতিতে সবার জন্য সুযোগ তৈরি করা ইসির জন্য চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।
তিনি বলেন, সাংবাদিকদের প্রতিপক্ষ ভাবা হলে অবাধ, সুষ্ঠু নির্বাচন করা কঠিন হয়ে যায়। এক্ষেত্রে গণমাধ্যমকে সহায়তার বিকল্প নেই। গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অনিয়মের বিষয়গুলো আমলে না নিলে নির্বাচন অতীতের মতো প্রশ্নবিদ্ধ হবে।
এ সাংবাদিক বলেন, প্রশাসনসহ সর্বস্তরে দায়সারা কাজ হচ্ছে। লেভেল প্লেয়িং তৈরি করতে তফসিল ঘোষণার আগে এখন থেকেই কার্যকর ব্যবস্থা নিতে হবে। নির্বাচনী ব্যয় তদারকি, হলফনামার সঠিকতা যাচাইয়ে তৎপর থাকতে হবে ইসিকে। সোশাল মিডিয়ায় অপতথ্য নিয়ন্ত্রণ করতে হবে।
এটিএন নিউজের শহিদুল আজম বলেন, উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে ভোটারসহ জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে। সবার জন্য সমান করতে আচরণবিধি প্রতিপালনে ইসির ভূমিকা দৃশ্যমান হতে হবে।
তিনি বলেন, ফলাফলের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিবন্ধিত গণমাধ্যমকে অনেক ধরনের নিয়ম-নীতি মানতে হয়। অনিবন্ধিত গণমাধ্যম, ফেসবুক, ইউটিউব আটকানো যাবে না। অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হবে, বিলম্বিত তথ্য কাম্য নয়। জনসম্পৃক্ততা ও উৎসবমুখ নির্বাচন হলে আইন শৃঙ্খলাবাহিনীর কাজকর্মও কমে যায়।
স্টার নিউজের হেড অব নিউজ ওয়ালিউর রহমান মিরাজ বলেন, গত ২০০৮ সালের পর নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও ইসির আস্থা নষ্ট হয়ে গেছে। ইসির স্বাধীনতা কতটুকু ব্যবহার করতে পারছেন সেটা দেখার বিষয়।
তিনি বলেন, বর্তমান ইসি এখন পর্যন্ত আন-টেস্টেড। ইসির জন্য বড় চ্যালেঞ্জ ভালো নির্বাচন করা। ইসির ওপর আস্থা কতটকু আছে; তা প্রশ্ন রয়ে গেছে। এ ইসি এমন বড় নির্বাচন করার জন্য কতটুকু প্রস্তুত, আমরা জানি না। বিশ্বাসযোগ্যতা ও আস্থা ফেরানোটা এখন ইসির দায়িত্ব। প্রশাসন ও পুলিশের ওপর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। এখন ইসির দায়িত্ব মানুষের কনফিডেন্স ফিরিয়ে আনা।
ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর পরামর্শ দেন একাত্তর টিভির সিইও শফিক আহমেদ। তিনি বলেন, ইসির নিজস্ব নির্বাচন কর্মকর্তাদের রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়ার পাশাপাশি ‘ম্যাজিস্ট্রেসি পাওয়ার’ দেওয়া যেতে পারে। সিইসি ও ইসির মর্যাদা মন্ত্রীর উপরে রাখা, মনোনয়ন বাণিজ্য বন্ধ এবং মিথ্যা তথ্য, অপতথ্য রোধে সহায়তার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান শফিক আহমেদ।
যমুনা টিভির প্রধান বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রে গণমাধ্যমের প্রবেশাধিকার অবারিত করতে হবে। কমিশন সব কাজে স্বচ্ছ থাকতে চায়- মুখে বললেও মাঠে তা দৃশ্যমান করতে হবে। ভোটে অনিয়মে বাধা দিলে নির্বাচন কর্মকর্তারা হেনস্তার শিকার হবে না, এটা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘খেলোয়াড়রা ফাউল করবেই। খেলার সৌন্দর্য মোটাদাগের কথা। আয়োজকের অংশ হিসেবে যথাযথ ব্যবস্থা নিতে হবে। কারা খেলছে যায় আসে না, আপনারা রোবট হয়ে যান পক্ষপাতহীনভাবে; আপনারা ফেয়ার থাকবেন। ইসি যতই স্বচ্ছতার কথা বলুক, মাঠ কন্ট্রোল করা খুবই কঠিন। আমলাতন্ত্র আস্থাহীনতায় চলে গেছে, এ বাস্তবতায় চলতে হবে।’
গ্লোবাল টিভির ফেরদৌস মামুন বলেন, আইন শৃঙ্খলাবাহিনীর ওপর এখন পর্যন্ত পুরোপুরি আস্থা আসেনি। আগামী নির্বাচন অনেক বেশি কঠিন হবে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ইসির পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, ডিজিটাল মিডিয়া এখন গুজবের আখড়া হয়ে গেছে। এটা নিয়ন্ত্রণে ইসিকে একটা কাঠামো তৈরি করতে হবে। ভোট গণনা দেরি হলে গুজব বাড়ে, উত্তেজনা ছড়িয়ে পড়ে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গণনা শেষ করতে হবে।
চ্যানেল আইয়ের জাহিদ নেওয়াজ খান বলেন, পোস্টাল ব্যালটে প্রবাসী বাংলাদেশিদের ভোট নেওয়ার ভালো সক্ষমতা কি না এবং দূতাবাসের আন্তরিকতা রয়েছে কিনা সংশয় রয়েছে। লেভেল প্লেয়িং তৈরিতে ইসিকে সক্রিয় থাকতে হবে। এবারের নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধ চ্যালেঞ্জ হবে। সোশাল মিডিয়া তো বন্ধ করা যাবে না; তা মোকাবিলায় তৎপর থাকতে হবে।
গ্রিন টিভির মাহমুদ হাসান বলেন, ‘আইনশৃঙ্খলার যে নাজুক পরিস্থিতি, তাতে অবৈধ অস্ত্র উদ্ধার না হলে ইসি কীভাবে রোধ করতে পারবে, তা ভেবে দেখতে হবে। সাবেক সিইসিকে আটক করা হয়েছে। কিন্তু প্রশাসনের যারা অনিয়মে সম্পৃক্ত ছিল তাদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেওয়া হয়নি। সমতল মাঠ তৈরি কীভাবে সম্ভব? আমরা দেখছি না- অবৈধ অস্ত্র উদ্ধার, কালোটাকা বন্ধ করার উদ্যোগ দেখছি না। অতীতে অনিয়মে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ইসিকে আশ্বস্ত করতে হবে জনগণকে। ইসিকে শক্তিশালী অবস্থান নিতে হবে।’
দীপ্ত টিভির এস এম আকাশ বলেন, ইসির আন্তরিকতা নিয়ে সন্দেহ নেই। সেই সঙ্গে অংশীজনদের সহযোগিতা নিশ্চিত করতে হবে। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে হলে সাংবাদিক নীতিমালা গণমাধ্যমবান্ধব করতে হবে। গুজব রোধে ইসির ফ্যাক্ট চেকিং টিম করতে হবে। গণমাধ্যম বৈরি হলে ইসির অনেক উদ্যোগ ব্যর্থ হতে পারে বলে জানান তিনি।
সময় টিভির জহুরুল ইসলাম জনি বলেন, দেশের মানুষ উৎসবমুখর ভোটের অপেক্ষায় এবং সুষ্ঠু ভোট আয়োজনই ইসির বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে সবাই যেন সর্বোচ্চ পেশাদারত্ব ও নিরপেক্ষতা পালন করে ইসি যেন কঠোর ভূমিকা পালন করে।
নিউজ টোয়েন্টিফোরের শরিফুল ইসলাম খান বলেন, আইনের মধ্য থেকে ইসিকে কাজ করতে হবে এবং জনআস্থা তৈরি করতে হবে। দায় আর দায়িত্ব দুটোই পালন করতে হবে। ইসির জন্য বড় সঙ্কট সাধারণ মানুষের আস্থা অর্জন করা। ভোট উৎসব থেকে হানাহানিতে পরিণত হয়েছে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এখন আস্থা অর্জনের ক্ষেত্রে ভালো নির্বাচনী পরিবেশের বিকল্প নেই।
মাছরাঙ্গা টিভির নিয়াজ মোর্শেদ বলেন, অনিয়ম হলে কেন্দ্র থেকে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসির রয়েছে। অনেকে চাইবে পেশীশক্তি ব্যবহার করতে। আগামী নির্বাচনে আশঙ্কার বিষয় রয়েছে- সাংবাদিকদের ঠেকাতে অপ-তৎপরতা থাকতে পারে; তা রোধে ইসিকে সহযোগিতা করতে হবে।
পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘অপতথ্য নিয়ে স্যোশাল মিডিয়ার ব্যবহার ও এআই অপব্যবহার এখন বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সবার এখন কমন কনসার্ন। আমাদের জন্য চ্যালেঞ্জটা বুঝতে পারছি। অপতথ্য রোধে মূলধারার গণমাধ্যমই বড় ধরনের সহায়তা করতে হবে। বাস্তবতা হচ্ছে সঠিক তথ্যের অবাধ প্রবাহ। আমরা লিমিট করবো না; এতে ভালো ইনফরমেশনও বন্ধ হবে। সবকিছু বন্ধ হয়ে যাবে- এ ভাবনা মনে হয় না বাস্তব। কিছুটা সচেতনতা তৈরি হয়েছে।’ অপতথ্য রোধে কোনোভাবে ইন্টারনেট বন্ধ করা নয় বরং সঠিক তথ্যের অবাধ সরবরাহ বাড়ানো হবে বলে জানান তিনি।
এ ছাড়া মূল্যবান মতামত তুলে ধরেন ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, ফিনানশিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, সংগ্রামের সম্পাদক আযম মীর শহীদুল আহসান, নয়া দিগন্তের সম্পাদক মাসুমুর রহৃান খলিলী, আজকের পত্রিকার সম্পাদক কামরুল হাসান, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, বাংলাবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক রাশেদুল হক, খবর সংযোগের ব্যবস্থাপনা সম্পাদক শেখ নজরুল ইসলাম, বাংলানিউজ টোয়েন্টিফোরের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক আবু তাহের, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, ইউএনবির সম্পাদক মাহফুজুর রহমান, বাংলাদেশ বেতারের পরিচালক মো. বশির উদ্দিন, সারাবাংলাডট নেটের হেড অব নিউজ গোলাম সামদানী, দ্য ডেইলি স্টারের হেড অব নিউজ জিয়াউল হক।
উপস্থিত ছিলেন যায়যায়দিনের যুগ্ম সম্পাদক মো. মাহমুদুজ্জামান, দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী এমাদ উদ্দিন জেবেল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীও।











