বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

অচল মালে ৩০ লাখ টাকা বিল তুললেন আওয়ামী লীগ নেতা

news-image

মোহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরের যান্ত্রিক বিভাগের অধীন জোনাল ওয়ার্কশপ-সি। এই বিভাগটির জন্য টেন্ডারের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান পোর্ট সিটি মেশিনারি পার্টস অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে তিন প্রকারের যন্ত্রাংশ ক্রয় করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রায় ৩০ লাখ টাকা মূল্যের এসব যন্ত্রাংশ সরবরাহ করলেও এগুলো অচল হওয়ায় বন্দরের কোনো কাজে আসছে না। এদিকে মাল অচল হলেও এর বিপরীতে বিল তুলে নিয়েছেন ঠিকাদার আওয়ামী লীগ নেতা আবু হেনা ফারুকী। ২০২৩ সালে সরবরাহকৃত এসব যন্ত্রাংশ এখন পর্যন্ত কোথাও ব্যবহার করতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, ওই ঠিকাদারের পক্ষে কাজ করেছেন প্রধান যান্ত্রিক প্রকৌশলী এসএম হাবিবুল্লাহ আজিম ও নির্বাহী প্রকৌশলী মো. নাছিম আলী জোয়ার্দ্দার। তাঁদের সহায়তায় বিল তুলে নিতে সক্ষম হয়েছেন ঠিকাদার।

জানা গেছে, ক্রেনে ব্যবহারের জন্য পিএলসি ও পিএলসি (ক্যান ইউনিট) ক্রয়ের টেন্ডার পায় পোর্ট সিটি মেশিনারি। ২০২৩ সালের ৭ জুন চালান মূলে এসব মালামাল সরবরাহ করেন ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক আবু হেনা ফারুকী। দুই বছর পার হলেও এগুলো ব্যবহার করতে পারেনি যান্ত্রিক বিভাগ। কারণ, মালগুলো সম্পূর্ণ অচল ও নষ্ট। ব্যবহার করতে না পারলেও বন্দর কর্তৃপক্ষকে এসব যন্ত্রাংশের বিল প্রদান করতে হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঠিকাদার বিল তুলে নিয়েছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, ইঞ্জিনে ব্যবহারের জন্য ১২ ইউনিট ইনজেক্টর (জিপি ফুয়েল) সরবরাহের কাজ পান একই ঠিকাদারি প্রতিষ্ঠান। চলতি বছরের ২৪ জুন যন্ত্রাংশগুলো চালান মূলে সরবরাহ করা হয়। বন্দরের সংশ্লিষ্ট শাখা পরীক্ষা নিরীক্ষা করে পণ্যগুলো বুঝেও নেয়। কিন্তু

মালামালগুলোও যথারীতি অচল। যে ইঞ্জিনে ব্যবহারের জন্য আনা হয়েছে সেখানে ব্যবহার করা যাচ্ছে না। যন্ত্রাংশ সরবরাহ করেই বিল উত্তোলন করে নিয়েছেন ঠিকাদার। বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব না থাকলেও প্রধান যান্ত্রিক প্রকোশলী হাবিবুল্লাহ আজিম ও নির্বাহী প্রকৌশলী মো. নাছিম আলী জোয়ার্দ্দারের যোগসাজশে বিল তুলতে বেগ পেতে হয়নি আবু হেনা ফারুকীর।

অভিযোগ রয়েছে, ঠিকাদার আবু হেনা ফারুকী চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। রাজনীতির পাশাপাশি ব্যবসা করছেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে রমরমা ব্যবসা করেছেন। বর্তমানে রাজনীতিতে সক্রিয় না থাকলেও ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন নির্বিঘ্নে। তাঁকে সহায়তা করে যাচ্ছেন প্রধান যান্ত্রিক প্রকৌশলী হাবিবুল্লাহ আজিম ও নির্বাহী প্রকৌশলী নাছিম আলী জোয়ার্দ্দার। কাজ পাইয়ে দিতে এবং বিল উত্তোলনে তাঁরাই তাঁকে সহায়তা করছেন। এই দুই কর্মকর্তা ফারুকীর ব্যবসায়িক অংশীদার বলেও গুঞ্জন রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়েও প্রধান প্রকৌশলীর কার্যালয়ে ফারুকীকে গল্প-আড্ডায় মেতে থাকতে দেখা গেছে বলে একাধিক সূত্র আমাদের সময়কে নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে আবু হেনা ফারুকী ২০০৪ সাল থেকে ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তবে ব্যবসার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ অস্বীকার করে তিনি আমাদের সময়কে বলেন, যেসব মালামাল সরবরাহ করেছি, সেগুলো কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা করে নিয়েছে। এরপরও কোনো সমস্যা হলে জানালে পরিবর্তন করে দেওয়া হয়। এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। ঠিকাদারদের সঙ্গে ব্যবসা করে কর্মকর্তাদের অনেকে বেশ কয়েকটি বাড়ি-ফ্ল্যাটের মালিক হয়েছেন। অথচ ২০ বছর ব্যবসা করে আমি একটি ফ্ল্যাটও কিনতে পারিনি।

জানতে চাইলে হাবিবুল্লাহ আজিম আমাদের সময়কে বলেন, মালগুলো এতদিন ফেলে রাখা হয়েছে কেন বুঝতে পারছি না। দেখি অন্য কোথাও ব্যবহার করা যায় কিনা। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

অভিযোগ এবং বিল প্রদানের বিষয়ে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী মো. নাছিম আলী জোয়ার্দ্দার রবিবার (আজ) অফিসে গিয়ে সরাসরি কথা বলার অনুরোধ জানান।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় হেমন্তের প্রথম বৃষ্টি, জনজীবনে স্বস্তি

জুলাই হত্যাকাণ্ডের দায় নেবেন না হাসিনা: ইনডিপেনডেন্ট

আপাতত বাসায় ফেরার অবস্থায় নেই হাসান মাসুদ

বিনাদোষে ১০৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই : নাহিদ ইসলাম

১৪ রানের পরাজয়ে সিরিজ খোয়াল বাংলাদেশ

নির্বাচন বানচালে ছোটখাটো নয় বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা

ঐকমত্য কমিশন ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়েছে, এটা প্রতারণা: ফখরুল

আইন উপদেষ্টার ওপর জনগণের আস্থা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

বুদ্ধের শিক্ষা মানবতার জন্য দিকনির্দেশনা: প্রধান উপদেষ্টা

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৯৬৪, দুজনের মৃত্যু

১২৮ জুলাইযোদ্ধার গেজেট বাতিল