আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে হারানোর পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম দুই ম্যাচেও আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। আজ রবিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামছে দুই দল। বাংলাদেশের সামনে আজ আফগানিস্তানকে হোয়াইটওয়াশের সুযোগ। এমন ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে টাইগাররা।
আফগানিস্তানের বিপক্ষে আজ প্রতিশোধও নেয়ার সুযোগ বাংলাদেশের সামনে। দ্বিতীয়বারের মতো ৩ ম্যাচের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে দুই দল। প্রথম সিরিজটি হয়েছিল ২০১৮ সালে। ভারতের দেরাদুনে হওয়া সেই সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। সেই অপমান এবার ফিরিয়ে দেওয়ার পালা বাংলাদেশের।
এছাড়াও গত ১০ বছরে এই প্রথম সংযক্ত আরব আমিরাতে সিরিজ হারল আফগানিস্তান। এর আগে সবশেষ ২০১৫ সালে দেশটিতে সিরিজ হেরেছিল দলটি। এরপর জিতেছে টানা ৯ সিরিজ। এর মধ্যে একবার হারায় পাকিস্তানের মতো দলকেও।
দুই দলের একাদশ
আফগানিস্তা: রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সিদ্দিকুল্লাহ আটাল, দরবেশ রাসুলি, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, বশির আহমেদ, ওয়াফিউল্লাহ তারাখিল ও আবদুল্লাহ আহমেদজাই।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, নুরুল হাসান, জাকের আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।











