গণজোয়ার সৃষ্টিতে ঘরে ঘরে যাচ্ছে বিএনপি
নজরুল ইসলাম
ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি এবং দল ও নেতাদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের লক্ষ্যে সঠিক তথ্য নিয়ে সাধারণ মানুষের ঘরে ঘরে যাচ্ছে বিএনপি। এর পাশাপাশি থাকবে রাষ্ট্র সংস্কারের ৩১ দফার প্রচার। দলটির নেতারা জানান, এই মুহূর্তে জনপ্রিয়তার দিক দিয়ে বিএনপির ধারেকাছে নেই অন্য কোনো রাজনৈতিক দল। এ কারণে বিএনপি ও তার জনপ্রিয় নেতাদের ঘায়েল করতে নানাবিধ ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে। এক্ষেত্রে ধর্মকে ব্যবহার করে তৈরি করা হচ্ছে বিভ্রান্তিও। এসবের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, ঘরে ঘরে প্রচার চালানোর এই কর্মসূচির শুরুতেই নারীকর্মীদের মাঠে নামাচ্ছে বিএনপি। এর অংশ হিসেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বাধীন নারী ও শিশু অধিকার ফোরাম আগামী ১৪ অক্টোবর থেকে মাঠে নামবে।
এদিকে, ৩০০ আসনে দলীয় ও জোটের এককপ্রার্থী ঠিক করে চলতি অক্টোবর মাসে তৃণমূলে যাওয়ার কথা ভাবছে দলটির নীতিনির্ধারকরা। এ নিয়ে সম্প্রতি দলের নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে বিস্তারিত আলোচনাও হয়েছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান আমাদের সময়কে বলেন, বিএনপি মাঠে আছে এবং থাকবে। যতই ষড়যন্ত্র হোক কোনো ষড়যন্ত্র বিএনপিকে ঘায়েল করতে পারবে না। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের সব রাজনৈতিক দল নির্বাচনমুখী। এ অবস্থায় কোনো দল নির্বাচনে বাধার সৃষ্টি করে, তা হলে জনগণ তাদের চিহ্নিত করবে। তাদেরকে জনগণও প্রত্যাখ্যান করবে।
দলীয় সূত্রে জানা যায়, পিআরসহ কয়েকটি দাবিতে জামায়াতসহ কিছু রাজনৈতিক দল যুগপৎভাবে কর্মসূচি করছে। এ বিষয়ে বিএনপির গুরুত্বপূর্ণ এক নেতা বলেন, এই কর্মসূচির মধ্য দিয়ে জামায়াত তাদের নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। এটা অন্যরা বুঝতে পারছে না।
বিএনপি সূত্রে জানা যায়, এ অবস্থায় আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে ভিন্ন কৌশলে এগোচ্ছে বিএনপি। তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত করতে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে চায় দলটি। এ লক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত নারী ও শিশু অধিকার ফোরামকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনটি সারা দেশের দলীয় সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর, সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী সদস্যদের পাশাপাশি নারী ইউপি চেয়ারম্যান, মেম্বার ও ওয়ার্ড কাউন্সিলর নিয়ে প্রথমে জেলাভিত্তিক মতবিনিময় করবে। এর পরই সাবেক নারী জনপ্রতিনিধিরা আসনভিত্তিক এলাকায় ছড়িয়ে পড়বেন। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও সচেতনতা বৃদ্ধি, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা, বিগত বিএনপি সরকারের আমলের নানা ইতিবাচক কর্মকা- ‘ডোর টু ডোর’ গিয়ে নারীদের কাছে তুলে ধরা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।
সূত্রমতে, গত ২২ সেপ্টেম্বর এ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভাচুর্য়ালি নারী ও শিশু অধিকার ফোরামের শীর্ষ দুই নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সঙ্গে আলোচনা করে। পরে সংগঠনটির শীর্ষ এই দুই নেতাকে এই দায়িত্ব দেন। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় দপ্তরকে সারাদেশের নির্বাচিত সাবেক ও বর্তমান নারী জনপ্রতিনিধির নাম-ঠিকানা সংগ্রহ করতে বলা হয়। কেন্দ্রীয় দপ্তর বিভাগীয় সাংগঠনিক টিমের মাধ্যমে সেই তালিকা সংগ্রহ করে ইতোমধ্যে দায়িত্বপ্রাপ্ত দুই নেত্রীর কাছে দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বিভাগ দিয়ে এই কার্যক্রম শুরু হবে। বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা জেলা ও মহানগর জনপ্রতিনিধিদের নিয়ে খুলনায় ১৪ অক্টোবর মতবিনিময় করবেন। এর পর যশোর মাগুরা, নড়াইল ও ঝিনাইদহের জনপ্রতিধিদের নিয়ে ১৫ অক্টোবর যশোরে এবং কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জনপ্রতিনিধিদের নিয়ে কুষ্টিয়ায় ১৬ অক্টোবর মতবিনিময় সভা হবে। পর্যায়ক্রমে একসঙ্গে দু-তিনটি জেলার জনপ্রতিনিধিদের নিয়ে একেকটি জেলায় মতবিনিময় হবে। এই মতবিনিময়ের পর সাবেক ও বর্তমান নারী জনপ্রতিনিধিরা এলাকায় ছড়িয়ে পড়বেন। স্থানীয় নারী নেত্রীদের সঙ্গে সমন্বয় করে টিম গঠনের মাধ্যমে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাবেন। এর মাধ্যমে প্রতিটি নারী ভোটারের কাছে পৌঁছানোর পরিকল্পনা করা হচ্ছে।
নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা সামাজিক কর্মকা-ের মাধ্যমে আমরা তৃণমূলকে সচেতন করব। নারীদের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া নারীদের কল্যাণে বিগত দিনে কী কী অবদান রেখেছেন, আগামী দিনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে কী কী করবে, রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় কী কী আছে- এই বার্তা তৃণমূলের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই।
সংগঠনটির সদস্যসচিব নিপুণ রায় চৌধুরী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সচেতনতার জায়গা থেকে সাবেক সব নারী জনপ্রতিনিধি যেন মাঠপর্যায়ে কাজ করে- সে জন্য আমরা তাদের নিয়ে মতবিনিময় করব। নির্বাচনী গণসংযোগে তারা বিএনপির আদর্শ, নারীদের প্রতি দলের ভূমিকা, আগামী দিনে নারীদের নিয়ে দলের ভাবনা, নারীর ক্ষমতায়ন সব বিষয়ে সচেতনতা তৈরি করবে। এ জন্য বিভাগীয় পর্যায়ের জেলাগুলোকে ভাগ করে তাদের সঙ্গে মতবিনিময় সভা করা হবে।
তিনি আরও বলেন, গত সাড়ে ১৫ বছরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সামনের সারিতে থাকা রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি তৈরি করছে। এই বিভ্রান্তি দূর করতে তৃণমূলের মানুষের সামনে সঠিক তথ্য তুলে ধরা হবে।
২০১৯ সালের আগস্টে দেশের নারী ও শিশুদের অধিকার রক্ষায় ভূমিকা পালনের লক্ষ্য নিয়ে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ গঠন করে বিএনপি। কমিটিতে চিকিৎসক, আইনজীবী, রাজনীতিবিদ, শিল্পী, ব্যবসায়ী নানা শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করা হয়। গঠনের পর থেকে সংগঠনটি সারাদেশে নারী ও শিশুদের অধিকার সরব থাকতে দেখা গেছে।