রবিবার, ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

এক বছরে বন্ধ পৌনে ৪শ গার্মেন্টস, অস্থিরতার শঙ্কা

news-image

আব্দুল্লাহ কাফি
দেশের তৈরি পোশাক খাতে অস্থিরতা বাড়ছে। গত এক বছরে সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে ছোট-বড় মিলিয়ে বন্ধ হয়েছে প্রায় পৌনে ৪শ গার্মেন্টস। এতে কর্মহীন হয়েছেন লক্ষাধিক শ্রমিক। সর্বশেষ নাসা গ্রুপের ১৬টি কারখানা স্থায়ীভাবে বন্ধের ঘোষণায় সড়কে নেমে বিক্ষোভ করছেন শ্রমিকরা। তাদের দাবিতে উত্তপ্ত হয়ে উঠছে পুরো শিল্পাঞ্চল; আতঙ্ক ছড়িয়ে পড়ছে আশপাশের কারখানায়ও। সরকারের পক্ষ থেকে দ্রুত সমাধানের কথা বলছেন সংশ্লিষ্টরা। তবে কারখানা বন্ধ করাই সমাধান নয়। এসব প্রতিষ্ঠানে কর্মরত হাজার হাজার শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তাই বন্ধ কারখানাগুলো চালু করার দাবিও করেছেন শ্রমিক নেতারা।

এদিকে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়েছে, নাসা গ্রুপের ১৬টি কারখানার শ্রমিকদের পাওনাদি পরিশোধের দায়িত্ব নিয়েছে সরকার। শ্রমিকদের চিন্তার কারণ নেই।

বন্ধ কারখানা খুলে দেওয়াসহ বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ, মানববন্ধন করেছে নাসা গ্রুপের কারখানার শ্রমিকরা। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়ে সড়ক ব্যবহারকারীরা।

সংশ্লিষ্টরা বলছেন, একের পর এক গার্মেন্টস বন্ধ হলে বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। কারণ এটি বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক শিল্পায়নের একটি প্রধান চালিকাশক্তি। কারখানা বন্ধ হলে রপ্তানি আয় কমে যায়, বেকারত্ব বাড়ে। পাশাপাশি বিভিন্ন শিল্প ও সেবামূলক খাত ক্ষতিগ্রস্ত হয়, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে দেয়।

গত বছরের ৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদার গ্রেপ্তার হলে পরিস্থিতির অবনতি হতে শুরু করে। মালিকের অনুপস্থিতিতে কারখানাগুলোয় টালমাটাল পরিস্থিতি বিরাজ করতে থাকে।

গত ২৩ সেপ্টেম্বর কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে শ্রমিক নেতাদের উপস্থিতিতে এক চুক্তির মাধ্যমে নাসার গ্রুপের ১৬টি কারখানা গত ২৫ সেপ্টেম্বর থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেন। বন্ধ কারখানাগুলোর মধ্যে রয়েছে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ১০টি, গাজীপুরের ২টি, চট্টগ্রাম ইপিজেডে ২টি ও কুমিল্লা ইপিজেডে ২টি।

জানা গেছে, নাসা গ্রুপের প্রায় ৩০ হাজার শ্রমিক রয়েছে। আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ২ থেকে ৩ হাজার শ্রমিক বিক্ষোভ করে। পরে পুলিশ সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ জলকামান নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।

গত ১০ সেপ্টেম্বর সাভার গলফ ক্লাবে নাসা গ্রুপের নাসা বেসিক কমপ্লেক্স, এজে সুপার কমপ্লেক্স ও নাসা সুপার কমপ্লেক্স এর সৃষ্ট শ্রম অসন্তোষ নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় মালিকপক্ষ ১১ সেপ্টেম্বর হাতিরঝিল ডিপোতে থাকা নাসার আড়াই থেকে তিন কোটি টাকার খেজুর বিক্রি, ১৭ সেপ্টেম্বর আশুলিয়ার ঘোষবাগ এলাকার ৩০ কোটি টাকা মূল্যের জমিসহ ছয়তলা ভবন বিক্রি ও ২৫ সেপ্টেম্বরের মধ্যে গুলশান-২-এর ৪০০ কোটি টাকা মূল্যের জমি বিক্রি করে শ্রমিক-কর্মচারী কর্মকর্তাদের বেতন ভাতা পরিষদের আশ্বাস দেন।

শ্রমিক নেতারা বলেন, জমি কারখানা ভবন বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করা এটা কোনো সমাধান নয়। বন্ধ কারখানা কীভাবে চালু করা যায় সে উদ্যোগ সরকারকে নিতে হবে। আশুলিয়ার নাসা গ্রুপে হাজার হাজার শ্রমিক রয়েছে। কারখানা চালু না হলে এ শ্রমিকদের অবস্থা কি হবে, তাদের পরিবারের অবস্থা কি হবে বলেন তিনি।

রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ২ অক্টোবর রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। এর পর থেকেই তার মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে অসন্তোষ চলছিল। তবে, এর মাঝে দফায় দফায় কারখানা বন্ধের নোটিশ দিয়ে একপর্যায়ে স্থায়ীভাবে গ্রুপের মালিকানাধীন কারখানাগুলো বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সর্বশেষ শ্রমিকের পাওনা পরিশোধে সম্পত্তি বিক্রি করতে রাজি হয় নাসা গ্রুপ।

গত ২০ সেপ্টেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের হস্তক্ষেপে কারাগারে থেকেই সম্পত্তি বিক্রির পাওয়ার অব অ্যাটর্নি নথিতে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার স্বাক্ষর করেন।

এ বিষয়ে জানতে চাইলে বিজিএমইএর জেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান (বাবলু) গতকাল আমাদের সময়কে বলেন, নাসা গ্রুপের বন্ধ কারখানাগুলোর শ্রমিকদের পাওনা পরিশোধের দায়িত্ব সরকার নিয়েছে। এখানে চিন্তার কারণ নেই। তবে শ্রমিকদের বিক্ষোভে আশপাশের প্রতিষ্ঠানগুলো আতঙ্কে থাকে। তিনি বলেন, আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো আছে। সরকার ভালো উদ্যোগ নিয়েছে। তবে এটাই স্থায়ী সমাধান না। বন্ধ কারখানাগুলো চালু করতে পারলে শ্রমিকগুলো কাজ করে জীবন কাটাতে পারবে।

গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, নাসা গ্রুপের ১৬ কারখানা বন্ধের কারণে ৩০ হাজার শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। পাওনাদি পরিশোধ করে দিলেই সমাধান হয়ে যাবে বিষয়টা এমন নয়। এত শ্রমিক কোথায় যাবে? তাদের ভবিষ্যৎ কি? সেদিকেও খেয়াল রাখতে হবে।

আরেক শ্রমিক নেতা গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, শুধু নাসা গ্রুপের ১৬টি কারখানা নয়, একের পর এক কারখানা বন্ধ হচ্ছে। হাজার হাজার শ্রমিক বেকার হচ্ছে। এসব শ্রমিকের তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাদের জন্য সরকারের উদ্যোগ কি? তিনি বলেন, আগেই সরকারের উদ্যোগ নেওয়া উচিত ছিল। যেভাবেই হোক সরকারের উদ্যোগে বন্ধ কারখানাগুলো খুলে দেওয়া জরুরি বলেও মনে করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

শহিদুল আলম ও গাজার পাশে আছি: প্রধান উপদেষ্টা

তোফায়েল আহমেদ মারা গেছেন

গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

অভিনয় ছেড়ে চাকরি খুঁজছেন হাসান মাসুদ

সাদাপাথর লুটকাণ্ডের আরেক হোতা আলফু গ্রেপ্তার

তুরস্কে পাঠানো হচ্ছে গাজা ফ্লোটিলার ১৩৭ কর্মী

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

দীপিকার বিতর্কে রানি মুখার্জির মন্তব্যে নতুন মাত্রা

মহানবী (সা.) সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে

যুক্তরাষ্ট্রে গণমাধ্যমের ওপর আস্থা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে: গ্যালাপ জরিপ

‘বাংলাদেশ-চীনের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে’

আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে : সেলিম ভূঁইয়া