শনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ফের কারাগারে সেই মিল্টন সমাদ্দার

news-image

আদালত প্রতিবেদক : হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় করা একটি মামলায় ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শনিবার আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মিল্টন সমাদ্দারের আইনজীবী ওহিদুজ্জামান বিপ্লব তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘গত ৬ মে আদালত এ মামলায় চার্জশিট আমলে গ্রহণ করেন। আগের দিন ৫ মে মিল্টন সমাদ্দারের মা মারা যাওয়ায় তিনি উপস্থিত হতে না পারায় আমরা সময় চেয়ে আবেদন করেছিলাম, কিন্তু আদালত তা নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাই আজ তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালতজামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ’

মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি, টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানবপাচারের অভিযোগে তিনটি মামলা হয়। পরদিন ২ মে প্রতারণার আশ্রয় নিয়ে জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে মিরপুর মডেল থানার মামলায় মিল্টন সমাদ্দারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরপর ওই বছর ৫ মে তাকে মানবপাচার আইনের মামলায় গ্রেপ্তার দেখানোসহ সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক শিকদার মাইতুল আলম। আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে এবং পরে তার চার দিনের রিমান্ড দেন। রিমান্ড শেষে ওই বছর ৯ মে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা অবস্থায় মারধরের আরেক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তিনি তিন মামলায় জামিনে কারামুক্ত হন মিল্টন সমাদ্দার।

তদন্ত শেষে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় আদালতে চার্জশিট দেন ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান। এ মামলায় মিল্টন সমাদ্দারের সঙ্গে তার স্ত্রী মিঠু হালদারকে অভিযুক্ত করা হয়।

 

এ জাতীয় আরও খবর

গাজায় চার মিনিট পরপর ইসরায়েলের হামলা

ইন্টারনেটের দাম জনগণের ব্যবহার উপযোগী করার তাগিদ আসিফ মাহমুদের

সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লংমার্চ আটকে দিল পুলিশ

রায়ে অসন্তুষ্ট আছিয়ার পরিবার, যা বললেন জামায়াতের আমির

আওয়ামী লীগ নেত্রী ও সাবেক এমপি জেবুন্নেছা গ্রেপ্তার

মানুষ মাত্রই উদ্যোক্তা, কেউ আর চাকরি খুঁজবে না: প্রধান উপদেষ্টা

গণতন্ত্র ফিরিয়ে আনতে দরকার সুষ্ঠু নির্বাচন: মঈন খান

বিদেশে পালানোর সময় চসিকের সাবেক কাউন্সিলর তৌফিক গ্রেপ্তার

গাজায় ‘গণহত্যা’ নিয়ে প্রতিবাদ জানালেন হলিউড তারকারা

উত্তর প্রদেশ থেকে ৯০ বাংলাদেশিকে আটকের দাবি

বিসিবিতে ফের অভিযান চালিয়ে যা বলল দুদক

ডিএসসিসি নগর ভবনে তালা, উপদেষ্টা আসিফ মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা