সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে সরকারি জায়গা দখল করে অবৈধ স্হাপনা  নির্মাণ চলছে

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নবীনগরে  সওজ কর্তৃপক্ষকে ম্যানেজ করে সওজের জায়গায় শতাধিক  অবৈধ স্হাপনা গড়ে তুলেছে বাঙ্গরা বাজার ব্যবসায়ীরা।  ফলে    রাস্তা সংকুচিত  হওয়ার কারণে   রাস্তায় তীব্র আকার যানজট, অন্যদিকে খালটি বর্তমানে সরু হয়ে গিয়ে পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা পরিবেশবিদদের।

অন্যদিকে যাত্রী ছাউনির নির্ধারিত জায়গাটি উপজেলা যুবদল নেতা   আবু কাউছার আহাম্মদ দখল করে সেখানে দোকানপাট নির্মাণ করেছে।  আর বাঙ্গরা বাজারের  পুরো  জায়গা দখলকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কাছ থেকে   যুবদল নেতার  লক্ষ লক্ষ টাকা ভাগ বাটোয়ারা  করারও অভিযোগ পাওয়া গেছে। সরকারি জায়গা বেদখল করার ঘটনাটি উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজারের  দক্ষিণ পাশের খালের জায়গাটি।  নবীনগর থেকে কোম্পানিগঞ্জ সড়কের ডান পাশে সরকারি খালসহ সড়ক ও জনপথের জায়গায় আরসিসি পিলার এবং টিনশেডের অবৈধ স্হাপনা নির্মাণ করা হচ্ছে।।সরেজমিনে দেখা যায়, সড়কটি’র শেষাংশের পশ্চিম পাশের প্রায় ৩০ ফিট প্রস্থ ৩০০ ফিট দৈর্ঘ্যের জায়গা দখল করে  শতাধিক  পাকাঘর ও টিনশেডের অবৈধ স্হাপনা নির্মাণ করা হচ্ছে। যার ফলে বাঙ্গরা বাজারে যানজট তীব্র আকার ধারণ করেছে। এতে করে খালটি বর্তমানে সরু হয়ে  নৌকা চলাচলসহ পরিবেশ দূষণের আশঙ্কা রয়েছে।  রাস্তা থেকে গাইড ওয়াল পর্যন্ত  অবৈধ দখলের এক মহোৎসব  চলছে। যাত্রী ছাউনিটির জায়গাটিও এখন মোবাইল দোকানে  পরিণত হয়েছে । বর্তমানে  অনেক দোকান ঘরের কাজ শেষ পর্যায়ে।কিছু দোকান আরসিসি পিলার দিয়ে ঢালায় কাজ ও বেশ কিছু টিনশেডের দোকানের নির্মাণ কাজ চলছে।

পাশেই একটি ব্রীজের অর্ধেক দখল করে গড়ে উঠেছে চায়ের দোকান। এলাকাবাসী ও সওজের সূত্রে জানা যায়, এ অবৈধ স্থাপনা গত ১ আগস্ট  উচ্ছেদের আট মাস পরে  বর্তমানে  আবারও সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ চলছে। স্হাপনাগুলো নির্মাণের বাঁধা দিতে সরকারি কোন পদক্ষেপ আজ পর্যন্ত নেওয়া হয়নি।  অভিযোগ উঠেছে অবৈধ দখলকারী দোকানের বৈধতা পাওয়ার জন্য এক যুবদল নেতাসহ বিভিন্ন ব্যক্তিদের মোটা দাগে টাকার বিনিময় করা হচ্ছে।  সওজের জায়গায় অবৈধভাবে দখলের কথা স্বীকার করেছেন একাধিক দখলদার ব্যক্তি। তারা বলেন, এর পূর্বেও দুই-তিনবার আমাদের দোকান উচ্ছেদ করা হয়েছিল। এবারও  দখল করে ব্যবসা-বাণিজ্য করতে হচ্ছে। তবে সওজের প্রয়োজনে যে কোন সময় আমরা দখলকৃত জায়গা ছেড়ে দেবো।
অভিযুক্ত  যুবদল নেতা আবু কাউছার আহাম্মদ এর  সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন রাজনৈতিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্যই  আমার বিরুদ্ধে এই অপপ্রচার।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, “বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী বলেন, অবৈধভাবে দোকান নির্মাণের  বিষয়টি আমি  ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি । তবে জায়গাটি যেহেতু সওজ  কর্তৃপক্ষের তাই  তারা যে কোন সময় সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব।

এ জাতীয় আরও খবর

নবীনগরে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

সৃজিতের জীবনে নতুন নারী!

‘এ কে ফজলুল হকের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

নবীনগরে ভূমি অফিসে ৮ বছর ধরে ‘ভুয়া পরিচয়ে’ সরকারি চাকরি!

দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে: আলী রীয়াজ

ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারাকে পাঠানো নোটিশ প্রত্যাহার

আমাদের কিছুটা সময় লাগবেই: হেড কোচ সিমন্স

আইন উপদেষ্টার বাসভবনে ড্রোন, পাঠানো হলো ফরেনসিক ল্যাবে

ইরানে বিস্ফোরণে নিহত বেড়ে ২৫, আহত ৮ শতাধিক

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের পরবর্তী শুনানি ১৮ মে

কানাডায় ফিলিপিনো উৎসবে জনতার ওপর তুলে দিল গাড়ি, বহু হতাহত

সাবেক এনআইডি ডিজি সাহেল উদ্দিনের এনআইডি ব্লকের নির্দেশ