চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত
নিজ দেশে নীল সাগরে ঢেউ তুলেতে পারেনি ভারত। কোটি কোটি ভারতবাসীকে কাঁদিয়ে সেখানে অস্ট্রেলিয়া তুলেছিল হলুদ ঢেউ। কিন্তু নিজ দেশে না পারলে কী হবে, মরুর বুকে ঠিকই রোহিত শর্মারা নীল ঢেউ তুলেছেন। সেখানে কিইউ পাখিদের ডানা মেলে উড়তে দেননি। ভারতবাসীকে আনন্দে ভাসিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তারা ফাইনাল জিতেছে ৪ উইকেটে। লো-স্কোরিংয়ের ফাইনালে নিউজিল্যান্ডের ৭ উইকেটে করা ২৫১ রান ভারত অতিক্রম করে ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৪ রান করে।
অধিনায়ক রোহিত শর্মা ও শুবমান গিলের উদ্বোধনী জুটিতে ১০৫ রানই ভারতের জয়ের রাস্তা মসৃণ করে দেয়। ১ রানের ব্যবধানে প্রথমে গিল ৩১ রান, পরে রোহিত শর্মা ৭৬ রান করে আউট হওয়ার পর বিরাট কোহলিও কোনো রান না করে আউট হয়ে গেলে ভারত কিছুটা চাপে পড়ে। পরবর্তিতে শ্রেয়াস আইয়ার ৪৮, অক্ষর প্যাটেল ২৯, লুকেশ রাহুল অপরাজিত ৩৪ হার্দিক পান্ডিয়া ১৮ রান করলে ভারতের জয় সহজ হয়ে যায়। ব্রেসওয়েল ২৮ ও স্যান্টনার ৪৬ রানে নেন ২টি করে উইকেট।
এই এক শিরোপায় ভারতের এক যুগের অবসান হয়েছে। ২০১৩ সালে তারা সর্বশেষ এই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল। আবার ২০২৩ সালে নিজ দেশে ৫০ ওভারের ফাইনালে হারের যে ক্ষত অন্তরে তুষের আগুনের মতো জ্বলছিল, তার অনেকটা লাঘব হয়েছে। মাঝে তারা গত বছর টি-টোয়েন্টি শিরোপাও জিতেছিল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। কিন্তু ওয়ানডে বিশ্বকাপের ট্রফির সঙ্গে যেন কোনোটিরই তুলনা চলে না। কারণ এইটি যে আইসিসির আদি আসর।
ফাইনালে নিউজিল্যান্ড লড়াই-ই করতে পারেনি। কারণ ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনের সামনে ২৫১ রানের সম্বল যে কখনো ভরসা যোগায় না। দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালের আগে একই মাঠে অস্ট্রেলিয়ার করা ২৬৪ রানও তারা আরামছে অতিক্রম করেছিল। এবারতো সে তুলনায় রান ছিল আরো কম। সেখানে আবার চলতি আসরে নিউজিল্যান্ডের সেরা বোলার পেসার হ্যানরিকে ছাড়াই খেলতে নেমেছিল। দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যাচ ধরতে গিয়ে তিনি চোট পেয়েছিলেন। এক আসরে নিউজিল্যান্ডকে দুইবার হারাল ভারত। এর আগে গ্রুপ পর্বে তারা ম্যাচ জিতেছিল ৪৪ রানে।
দুবাইয়ে শুধুমাত্র ভারতই তাদের সব ম্যাচ খেলেছে। কোনো ম্যাচেই বড় স্কোর হয়নি। ফাইনালেও তার ব্যতিক্রম হয়নি। বোলারদের দাপট গ্রপ পর্বের ম্যাচের মতো ফাইনালেও অব্যাহত ছিল। বোলারদের দাপটের মাঝে আবার সেখান আধিপত্য ছিল স্পিনারদের। তা দুই দলেরই। নিউজিল্যান্ডের ইনিংসের যে ৭টি উইকেটর পতন হয়েছে তার ৫টিই নিয়েছেন স্পিনাররা। ১টি ছিল রানআউট। একইভাবে ভারতের ইনিংসের পতন হওয়া ৬ উইকেটের মাঝে নিউজিল্যান্ডের স্পিনাররা নিয়েছেন ৫টি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় স্কোয়াডে অবিশ্বাস্যভাবে স্পিনার ছিল ৫ জন। যার ৪ জনকেই তারা ফাইনালসহ শেষ ৩ ম্যাচে খেলিয়েছে। আর কোনো দলই কিন্তু এভাবে স্কোয়াডে ৫ জন স্পিনার রাখার সাহস দেখাতে পারেনি। এই না পারার কারণ ভেন্যু। কারণ একমাত্র ভারতই জানতে তাদের সবগুলো খেলা দুবাইয়ে হবে। যে কারণে দুবাইয়ের উইকেট বিবেচনা করে সেভাবে দলে স্পিনারদের মিছিল রাখে। বাকি দলগুলোকে পাকিস্তানের কন্ডিশন মাথায় রেখে পেস ও স্পিনের ভারসাম্য রেখে দল গড়তে হয়েছে। যে কারণে অন্য দলগুলো চাইলেও ভারতের মতো চারজন স্পিনার খেলাতে পারেনি। আর এই সুবিধাটিই ভারত গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের মতো ফাইনালেও কাজে লাগিয়েছে। চার স্পিনারই তাদের ম্যাচ আধিপত্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নতুবা নিউজিল্যান্ড যেভাবে শুরু করেছিল, তাতে করে তাদের বড় সংগ্রহের আভাস ছিল। সেখানে তাদের সংগ্রহ ৭ উইকেটে ২৫১ রান।
নিউজিল্যান্ডের ইনিংসে ভারতের চার স্পিনার মিলে ৩৮ ওভার বোলিং করে ১৪৪ রান দিয়ে উইকেট নেন ৫টি, সেখানে দুই পেসার ১২ ওভারে ১০৪ রান দিয়ে উইকেট নেন ১টি। এতেই বুঝা যায় স্পিনারদের কী পরিমাণ অভয়ারণ্য ছিল উইকেট। কুলদ্বীপ, বরুন ও জাদেজা ১০ ওভারের কোটা পূরণ করে যথাক্রমে ৪০, ৪৫ ও ৩০ রান দিয়ে উইকেট নেন ২টি, ২টি ও ১টি। অক্ষর প্যটেল ৮ ওভারে ২৯ রান দিয়ে থাকেন উইকেট শূন্য। মোহাম্মদ শামি ৯ ওভারে ৭৪ রান দিয়ে নেন ১ উইকেট। হার্দিক পান্ডিয়া উইকেট শূন্য থাকেন ৩ ওভারে ৩০ রান দিয়ে।
টস জিতে ব্যাট করতে নামার পর নিউজিল্যান্ডের শুরুটা ছিল উড়ন্ত। দুই পেসার মোহাম্মদ সামি ও হার্দিক পান্ডিয়াকে পাত্তা না দিয়ে তারা দ্রুত রান সংগ্রহ করতে থাকেন। ৫ ওভারেই রান ছিল বিনা উইকেটে ৩৭। বাধ্য হয়ে ৬ষ্ঠ ওভারেই অধিনায়ক রোহত শর্মা স্পিন আক্রমণ নিয়ে আসেন। কিন্তু বরুণকে আক্রমণে এনেও নিউজিল্যান্ডের রান সংগ্রহের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ফলে ১০ম ওভার থেকে রোহিত শর্মা দুই প্রান্তে স্পিন আক্রমণ শুরু করেন, তা চলতে থাকে ৪৩ ওভার পর্যন্ত। চার স্পিনার বরুণ-কুলদ্বীপ-অক্ষর-জাদেজা চেপে ধরেন নিউজিল্যান্ডের ব্যাটারদের। তাদের বল খেলা দুষ্করই হয়ে পড়ে তাদের। রোহিত এই চার স্পিনারকেই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে থাকেন। পেসারদের সাবলিল খেলে যেখানে দুই ওপেনার উইল ইয়াং ও রাচিন রবীনন্দ্র সহজেই রান সংগ্রহ করছিলেন, সেখানে তারা দুই জনেই কাটা পড়েন স্পিনে। জুটিতে ৫৭ রান আসার পর প্রথমে আউট হন উইল ইয়াং (১৫) বরুনের ভেল্কিতে এলবিডব্লিউ শিকার হন। আসরে একমাত্র ব্যাটার হিসেবে ২ সেঞ্চুরি করা রাচিন রবীন্দ্র ২৯ বলে ৩৭ রান করার পর কুলদ্বীপের প্রথম বলেই বোল্ড হয়ে যান। কুলদীপ তার পরের ওভারে নিজেই ক্যাচ ধরে ফিরিয়ে দেন সেমিতে সেঞ্চুরি করা অভিজ্ঞ কেন উইলিয়ামসনকে (১১)। ১৮ রানে কিইউরা হারায় ৩ উইকেটে। ফলে বিনা উইকেটে ৫৭ রান থেকে দলের সংগ্রহ পরিণত হয় ৩ উইকেটে ৭৫। উড়ন্ত সূচনায় ছেদ পড়ে নিউজিল্যান্ডের। পড়ে যায় চাপে।
ক্রমাগত স্পিন আক্রমণের পাশাপাশি উইকেট পড়তে থাকার কারণে নিউজিল্যন্ডের রান যেখনে ছিল ওভার প্রতি সাতের উপরে, সেখানে পাঁচের নিচে নেমে আসে। এ সময় ড্যারেল মিচেল ও গ্লেন মিচেল জুটি গড়ে উদ্বোধনী জুটির সমান ৫৭ রান যোগ করার পর তাদের মাঝে বিচ্ছেদ আসে। বিচ্ছেদ ঘটান বরুন ফিলিপসকে ৩৪ রানে বোল্ড করে। ব্রেসওয়েলকে নিয়ে মিচেল আরেকটি জুটি গড়ার চেষ্টা করেন। ষষ্ঠ উইকেট জুটিতে ৪৬ রান আসার পর এবার মিচেলই আউট হয়ে যান। স্পিন দিয়ে নিউজিল্যান্ডের রানের চাকা আটকে রাখার পর ৪৪ ওভারে আবার অধিনায়ক রোহিত শর্মা মোহাম্মদ সামিকে আক্রমণে আনার পর তিনি ফিরিয়ে দেন মিচেলকে। ৯১ বলে হাফ সেঞ্চুরি করার পর আউট হন ১০১ বলে ৩ চারে ইনিংসের সর্বোচ্চ ৬৩ রান করে। শেষ ৫ ওভারে নিউজিল্যান্ড ৫০ রান যোগ করে মূলত ব্রেসওয়েল ৪০ বলে ২ ছক্কা ও ৩ চারে অপরাজিত ৫৩ রানের ইনিংস খেললে।