সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

পান মশলার বিজ্ঞাপনের জন্য শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

news-image

দীপক দেবনাথ, কলকাতা
বিমল পানমশলার বিজ্ঞাপনে অংশ নিয়ে বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। পানমশলার বিজ্ঞাপনে ভ্রান্তিমূলক প্রচার করে তরুণ প্রজন্মকে ভুল পথে চালিত করা হচ্ছে এমন অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে।

তারই ভিত্তিতে আগামী ১৯ মার্চ তিন অভিনেতাকেই তলব করেছে জয়পুরের ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশন।

অভিনেতাদের পাঠানো নোটিশে স্বাক্ষর করেছেন জয়পুরের ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশনের চেয়ারম্যান গিয়ালসিলাল মীনা ও কমিশনের সদস্য হেমলতা আগরওয়াল।

তিন অভিনেতার পাশাপাশি ওই পান মশলার প্রস্তুতকারী সংস্থা জেবি ইন্ডাস্ট্রিজের কর্ণধার বিমল আগরওয়ালকেও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যক্তিগত ভাবে হাজিরা দিতে না পারলে শুনানিতে তাদের কোনও প্রতিনিধি বা আইনজীবী যাতে হাজির থাকেন, তাও নিশ্চিত করতে বলা হয়েছে।

ওই পান মশলার বিজ্ঞাপনে অভিনেতাদের মুখে একটি স্লোগান ছিল ‘প্রতিটা দানায় রয়েছে কেশরের মতো শক্তি’।

মামলার আবেদনকারী যোগেন্দ্র সিং বাদিয়ালের বক্তব্য, ‘১ কেজি কেশরের দাম প্রায় ৪ লাখ রুপি অথচ একটি পানমশলা প্যাকেটের দাম মাত্র ৫ রুপি। কেশরের কথা ভুলে যান, কেশরের যে সুগন্ধ সেটাও এই পান মশলায় ব্যবহার করা হয়নি। সেখানে দাঁড়িয়ে এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা করা হচ্ছে। যাতে একদিকে ওই সংস্থার নিজেদের পণ্যের বিক্রি বাড়ে, তারা অতিরিক্ত মুনাফা লাভ করতে পারে। অন্যদিকে সাধারণ মানুষ এই পান মশলা ব্যবহার করে ক্যান্সারের মতো রোগকে ডেকে আনছে।

মাদকমুক্ত সমাজ গড়ার জন্য যেখানে চেষ্টা চলছে, সেখানে তরুণ প্রজন্মের কাছে ‘আদর্শ’ হয়ে ওঠা বলিউড তারকাদের পানমশলা বা গুটখার বিজ্ঞাপনে অংশ নেওয়া নিয়ে গত কয়েক বছর ধরেই সমালোচনা ও নিন্দার ঝড় বইছে। তীব্র সমালোচনার মুখে ‘বিমল’ নামে ওই পানমশলার বিজ্ঞাপন থেকে সরে দাঁড়িয়েছেন অক্ষয়কুমার। তবে সমালোচনার মুখে পড়েও ওই পানমশলার বিজ্ঞাপনে মুখ দেখিয়ে চলেছেন শাহরুখ খান-অজয় দেবগন-টাইগার শ্রফ।

 

এ জাতীয় আরও খবর

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে মালিক নিহত

নারায়ণগঞ্জে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলার

ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র জন্য প্রশংসায় ভাসছেন তানজিন তিশা

নারী নিপীড়নের প্রতিবাদে ঢাবিতে মশাল বিক্ষোভ

ধর্ষণের শাস্তি ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত

৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক আওয়ামী কাউন্সিলর, অস্থিতিশীল করছে মোহাম্মদপুর

গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা ইসরায়েলের

প্রতিবেশীকে মারধরের অভিযোগে শ্রীলংকান ক্রিকেটার গ্রেপ্তার

ধর্ষণ-নির্যাতন মোকাবেলায় চালু হচ্ছে হটলাইন