চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত
তিন মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। শনিবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে কর্মবিরতি শুরু করা চিকিৎসকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলন করে তিন দিনের এ কর্মবিরতির ডাক দিয়েছিল বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ ফোরাম।
১০ মার্চের মধ্যে দাবি আদায় না হলে আগামী ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতিতে যাওয়ার ঘােষণা দিয়েছিলেন তারা।
গতকাল শুক্রবার বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের সদস্যসচিব ডা. মোহাম্মদ আল আমিন বলেছিলেন, ‘কর্মবিরতির সময় (তিন দিনের) চিকিৎসকরা হাসপাতালের সামনে ব্যানার হাতে মৌন প্রতিবাদ করবেন। তবে জরুরি বিভাগ কর্মসূচির আওতার বাইরে থাকবে। যাতে রোগীদের জরুরি চিকিৎসা ব্যাহত না হয়।’
এদিকে শুক্রবার বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশ, বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস, সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ, দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ, সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশ কর্মবিরতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিবৃতি দিয়েছিল।
দুই দাবির প্রথমটি হচ্ছে, চিকিৎসাশিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের অতিদ্রুত ও ভূতপেক্ষভাবে পদোন্নতি নিশ্চিত করা এবং অন্ত ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা। অন্য দাবিটি হচ্ছে, ৩ নম্বর গ্রেড প্রাপ্ত সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি দিয়ে ন্যায্য পাওনা নিশ্চিত করা।
২৫ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের সদস্যসচিব বলেন, ‘দেশে প্রায় সাত হাজার বিশেষজ্ঞ চিকিৎসক, জুনিয়র কনসালটেন্ট, মেডিকেল অফিসার ও ডেন্টাল সার্জন একই পদে ১০-১৫ বছর ধরে কাজ করে যাচ্ছেন। তারা পদোন্নতির অপেক্ষায় আছেন। আর সহকারী এবং সহযোগী অধ্যাপকরাও তাদের পরবর্তী পদোন্নতির সব যোগ্যতা অর্জন করে বছরের পর বছর অপেক্ষায় রয়েছেন। বিশেষজ্ঞদের নিয়োগ ও পদোন্নতি নিয়মিতকরণ করা হয়নি অনেক বছর। যার কারণে আন্তক্যাডার ও অন্য ক্যাডারদের সঙ্গে দিন দিন বৈষম্য শুধু বাড়ছেই। ফলে চিকিৎসকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে চিকিৎসকদের ন্যায্য অধিকার নিশ্চিত করুন। অন্যথায়, দেশের চিকিৎসাব্যবস্থা দীর্ঘস্থায়ী সংকটে পড়তে পারে।’
প্রসঙ্গত, এসব দাবিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ ফোরাম বহুদিন ধরে আন্দোলন করে আসছে। এর আগে সংগঠনটি কয়েক দফায় কর্মসূচি দেয়। তিন দিনের কর্মসূচিতে যাওয়ার আগে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছিল। তবে তাতে কোনো সাড়া মেলেনি।