শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জীবনের গুরুত্বপূর্ণ ৩ নারীর কথা জানালেন তারেক রহমান

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সব নারীদের শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেখানে নিজের জীবনে এই তিনজন মানুষকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছেন।

শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেছেন, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি ব্যক্তি হলেন আমার মা, স্ত্রী এবং মেয়ে – তিনজন অসাধারণ নারী। আমি সবসময় তাদের জন্য প্রতিটি সুযোগ, সাফল্য এবং সুখ চেয়েছি। আমি নিশ্চিত যে আপনারা অনেকেই এটা পড়ছেন একই অনুভূতির সঙ্গে সম্পর্কিত হতে পারে।

তিনি বলেন, সারা বাংলাদেশের তরুণ-তরুণীরা তাদের চারপাশের লোকেদের দ্বারা ক্ষমতায়ন এবং সমর্থন পাওয়ার যোগ্য। প্রত্যেক নারীর উচিত একই মর্যাদা, নিরাপত্তা এবং সুযোগ যেকোনো পুরুষের মতই ভোগ করা।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই আন্তর্জাতিক নারী দিবসে, আমি পুনরায় বলেছি যে, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিগত বিএনপি সরকারের মতো, আমাদের উচিত একটি ন্যায়নিষ্ঠ, সহনশীল, এবং সম্মানজনক সমাজ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করা, যেখানে লিঙ্গ, বর্ণ, বা ধর্মের ভিত্তিতে বৈষম্যমূলক নয়। আমাদের মেয়েদের উচিত আমাদের ছেলের মতো সমান সুযোগ হওয়া এবং তাদের উচিত তাদের ঘরের বাইরে যাওয়া বা ইন্টারনেট ব্যবহার করা কোনো হয়রানি ছাড়া এবং ভয় ছাড়া তাদের কণ্ঠস্বর ব্যবহার করার জায়গা নেওয়া।

তিনি আরও বলেন, নিরাপদ ও সুরক্ষিত সমাজে নারীদের অব্যবহৃত সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার জন্য বিএনপির নীতি গঠন, আমাদের ‘পারিবারিক কার্ড’ কর্মসূচি, নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ, তরুণ মেয়েদের শিক্ষিত করার জন্য একাডেমিক ও বৃত্তিমূলক পরিকল্পনা। একসঙ্গে আসুন নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক অংশগ্রহণ এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে চ্যাম্পিয়ন করা অব্যাহত রাখি।

এ জাতীয় আরও খবর

এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?

‘ঢাকাইয়া দেবদাস’ হচ্ছেন আদর, সঙ্গী বুবলী

দিল্লিতে নেতাকর্মীদের সঙ্গে হাসিনার বৈঠকের খবর ভুয়া

রাজশাহীতে অ্যাম্বুলেন্সে ধাক্কা খেয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, ৩ বন্ধু নিহত

এখন খুব চিন্তা করে কথা বলতে হয় : তাহসান

জাহানারা ইস্যুতে মুশফিকের তীব্র নিন্দা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আজকের বিএনপি জিয়াউর রহমানের বিএনপি নয়: তাহের

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ফরিদপুর রণক্ষেত্র

রিজভীর পা ধরে সালাম করে ক্লোজড হলেন ট্রাফিক সার্জেন্ট আরিফুল

জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না : নাহিদ ইসলাম

ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না : মির্জা ফখরুল