সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

এনসিপি হুমকি-ধামকি দিলে বসে থাকবে না বিএনপি: টুকু

news-image

নিজস্ব প্রতিবেদক : ছাত্রদের করা নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি হুমকি ধামকি দেয় তাহলে বিএনপি চুপ করে বসে থাকবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এনসিপির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের সঙ্গে অন্য দল মেলালে হবে না। দল করে যদি হুমকি দাও এটা না হলে ওটা হবেনা, ওটা না হলে এটা হবে না। তাহলে আমরা যে এতদিন দল করে এতবড় একটা দল তৈরি করছি, তাহলে কি আমরা চুপ করে বসে থাকব?

শনিবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবে, নির্বাচনও হতে হবে বলে মন্তব্য করে টুকু বলেন, প্রত্যেকটা জিনিসের একটা ম্যাচুরিটি লাগে। উনারা (ছাত্ররা) নতুন রাজনৈতিক দল করেছেন, আমরা জিয়াউর রহমানের দল করি। শহিদ জিয়া সবসময় বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করেছেন। একজন জেনারেল কিন্তু ক্ষমতায় গিয়ে সব চাইতে গণতান্ত্রিক চেহারা দেখিয়েছিলেন। আওয়ামী লীগের মতো নেতা-কর্মীকে উন্মুক্ত করে দিয়েছিলেন।

‘ঘোলা পানিতে মাছ শিকার করার বহু শিকারি বেরিয়েছে’ এমন উল্লেখ করে টুকু বলেন, আগামী দিনের নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে কঠিন হবে। আমাদের নানান শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। কেউ ধর্মের ট্যাবলেট বেঁচছে, কেউ খেলাফতের ট্যাবলেট বেচঁছে, নানাজন নানা ট্যাবলেট দিয়ে ধর্মপ্রাণ মানুষের মনকে নেওয়ার চেষ্টা করছে।’

আমারা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিকসম্পাদক আমিরুল ইসলাম আলিম, জিয়া শিশু কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,‘আমারা বিএনপি পরিবার’ উপদেষ্টা মো. আবুল কাশেম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে মালিক নিহত

নারায়ণগঞ্জে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলার

ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র জন্য প্রশংসায় ভাসছেন তানজিন তিশা

নারী নিপীড়নের প্রতিবাদে ঢাবিতে মশাল বিক্ষোভ

ধর্ষণের শাস্তি ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত

৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক আওয়ামী কাউন্সিলর, অস্থিতিশীল করছে মোহাম্মদপুর

গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা ইসরায়েলের

প্রতিবেশীকে মারধরের অভিযোগে শ্রীলংকান ক্রিকেটার গ্রেপ্তার

ধর্ষণ-নির্যাতন মোকাবেলায় চালু হচ্ছে হটলাইন