সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেপ্তারদের পরিচয় শনাক্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরার বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ গ্রেপ্তার ছয়জনের পরিচয় শনাক্ত করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

তারা হলেন- মো. কাউছার (৩১), মো. ফরহাদ (৬৪), মো. খলিলুর রহমান (৫০), মো. সুমন (৩০), দুলাল চৌধুরী (৪৩) ও আমিনুল (৩৫)। এর আগে শুক্রবার (৭ মার্চ) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বরিশাল, পিরোজপুর ও মাদারীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ‌

এ সময় তাদের থেকে লুষ্ঠিত স্বর্ণের মধ্যে ৪ ভরি ৯ আনা স্বর্ণ, বিক্রিত স্বর্ণের মূল্য বাবদ নগদ দুই লাখ ৪৪ হাজার ৫০০ টাকা, একটি রিভলবার, ৪ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি রামপুরা থানা এলাকার সি ব্লকের অ্যাভিনিউ রোড-৫ এর “অলংকার জুয়েলার্স” দোকানের মালিক মো. আনোয়ার হোসেন (৪৫) প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে দোকানের ১৬০ ভরি স্বর্ণ, যার আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৪৭ লাখ ২৪ হাজার টাকা ও নগদ এক লাখ টাকাসহ বাসায় ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে বনশ্রী ডি ব্লক ৭নং রোডের ২০নং বাড়ির নিজ ভাড়া বাসার গেইটের সামনে পৌঁছামাত্র তিনটি মোটরসাইকেলে সাতজন দৃষ্কৃতকারী আগ্নেয়াস্ত্র ও চাপাতিসহ তার গতিরোধ করে। তার কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার সময় আনোয়ার হোসেন বাধা দিলে দৃষ্কৃতকারীরা তাকে ৪-৫ রাউন্ড গুলি করে। দৃষ্কৃতকারীদের ছোড়া গুলি আনোয়ার হোসেনের বাম হাঁটু ও বাম পায়ের উরুতে আঘাত করে। এ সময় দৃষ্কৃতকারীরা তাদের হাতে থাকা চাপাতি দিয়ে আনোয়ার হোসেনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে তার সঙ্গে থাকা সাইড ব্যাগে রক্ষিত স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত আনোয়ার হোসেনকে রামপুরার স্থানীয় একটি হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় গত ২৪ ফেব্রুয়ারি ভিকটিমের স্ত্রী বাদী হয়ে রামপুরা থানায় মামলা করেন।

পরে পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের জন্য কাজ শুরু করে। বিভিন্ন ডাকাতির ঘটনা বিশ্লেষণ, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির মাধ্যমে বরিশাল থেকে এক ডাকাতকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিবির চারটি আভিযানিক দল ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বরিশাল, পিরোজপুর এবং মাদারীপুরে অভিযান চালিয়ে অন্য ডাকাতদের গ্রেপ্তার করে।

জানা গেছে, গ্রেপ্তারদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে এবং তাদের অপরাধের ধরণও একইরকম। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ জাতীয় আরও খবর

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে মালিক নিহত

নারায়ণগঞ্জে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলার

ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র জন্য প্রশংসায় ভাসছেন তানজিন তিশা

নারী নিপীড়নের প্রতিবাদে ঢাবিতে মশাল বিক্ষোভ

ধর্ষণের শাস্তি ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত

৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক আওয়ামী কাউন্সিলর, অস্থিতিশীল করছে মোহাম্মদপুর

গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা ইসরায়েলের

প্রতিবেশীকে মারধরের অভিযোগে শ্রীলংকান ক্রিকেটার গ্রেপ্তার

ধর্ষণ-নির্যাতন মোকাবেলায় চালু হচ্ছে হটলাইন