ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৭৮
নিজস্ব প্রতিবেদক : ফেব্রুয়ারি মাসে সারা দেশে ৫৯৬টি সড়ক দুর্ঘটনায় ৫৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৩২৭ জন। নিহতের মধ্যে নারী ৭৩জন ও শিশু ৮৭ জন।
শনিবার (৮ মার্চ) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাঈদুর রহমান স্বাক্ষরিত পরিসংখ্যানে এই তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে জানানো হয়, গত জানুয়ারি মাসে ৬২১টি দুর্ঘটনায় ৬০৮ জন নিহত হয়েছিলেন। প্রতিদিন গড়ে নিহত হয়েছিলেন ১৯ দশমিক ৬১ জন। ফেব্রুয়ারি মাসে প্রতিদিন গড়ে নিহত হন ২০ দশমিক ৬৪ জন। এই হিসেবে প্রাণহানি বেড়েছে ৫ দশমিক ২৫ শতাংশ।
প্রতিবেদনে বলা হয় অধিকাংশ দুর্ঘটনা ঘটছে অতিরিক্ত গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে। যানবাহনের বেপরোয়া গতি এবং পথচারীদের অসচেতনতার কারণে পথচারী নিহতের ঘটনা বাড়ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৭ জন নিহত হয়েছে, যা মোট নিহতের ৩৯ দশমিক ২৭ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪০ দশমিক ৪৩ শতাংশ। দুর্ঘটনায় ১১৪ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৯ দশমিক ৭২ শতাংশ।
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ২০৯টি মহাসড়কে, ২৬৮টি আঞ্চলিক সড়কে, ৭৩টি গ্রামীণ সড়কে এবং ৪৬টি শহরের সড়কে সংঘটিত হয়েছে।
দুর্ঘটনাগুলোর মধ্যে ১৪২টি মুখোমুখি সংঘর্ষ, ২৫৩টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১২১টি পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়ার ঘটনা, ৬২টি যানবাহনের পেছনে আঘাত করা এবং ১৮টি অন্যান্য কারণে ঘটেছে।
সময় বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনাগুলোর মধ্যে ৪ দশমিক ১৯ শতাংশ ঘটনা ভোরে, ২৮ দশমিক ৮৫ শতাংশ ঘটনা সকালে, ১৯ দশমিক ৬৩ শতাংশ ঘটনা দুপুরে, ১৯ দশমিক ৯৬ শতাংশ ঘটনা বিকালে, ৮ দশমিক ২২ শতাংশ ঘটনা সন্ধ্যায়, ১৯ দশমিক ১২ শতাংশ দুর্ঘটনা রাতে সংঘটিত হয়েছে।
দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২০৫টি দুর্ঘটনায় ১৯৮ জন নিহত হয়েছেন। বরিশাল বিভাগে সবচেয়ে কম ৩৪টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে ঢাকা জেলায় ৪১টি দুর্ঘটনায় ৪৮ জন নিহত হয়েছে। সবচেয়ে কম মৌলভীবাজার জেলায়। এই জেলায় কয়েকটি দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি ঘটেনি। রাজধানী ঢাকায় ৩৪টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছে।