আমেরিকা ভ্রমণে যাচ্ছেন ইসি সানাউল্লাহ
নিজস্ব প্রতিবেদক : ব্যক্তিগত কারণে আমেরিকা যাচ্ছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক সরকারি আদেশে এ তথ্য জানানো হয়েছে।
ইসি জানায়, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ব্যক্তিগত কারণে ১৫ দিনের জন্য আমেরিকা যাচ্ছেন। আগামী ২ মে থেকে ১৬ মে পর্যন্ত মোট ১৫ দিনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন তিনি।
আদেশে ইসি আরও জানায়, আমেরিকা ভ্রমণের সব খরচ নির্বাচন কমিশনার নিজেই বহন করবেন। এ সফরে তার স্ত্রী শাহিদা চৌধুরী সঙ্গে থাকবেন। এ ছাড়া ভ্রমণকালীন সময়ের জন্য তার অনুপস্থিতি বাংলাদেশের বাইরে ছুটি হিসেবে বিবেচিত হবে।