ভারতীয় খাসিয়াদের হামলায় বাংলাদেশি যুবক নিহত
সিলেট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট সীমান্তের কাছে ভারতীয় খাসিয়া চোরাকারবারিদের সঙ্গে দ্বন্দ্বের জেরে শাহেদ মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর রাতে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন তিনি। শুক্রবার সকালে ওই যুবকের মরদেহ মেঘালয় রাজ্যের লাইজুরী বাঁশকোনা এলাকায় পড়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শাহেদ মিয়া চোরাচালানের উদ্দেশে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। সেখানে ভারতীয় খাসিয়া চোরাকারবারিদের সঙ্গে দ্বন্দ্বের জেরে তারা শাহেদ মিয়াকে আক্রমণ করলে ঘটনাস্থলে তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৭টার দিকে শাহেদসহ আরও কয়েকজন অবৈধভাবে মেঘালয় রাজ্যের লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করেন। রাত পর্যন্ত শাহেদ বাড়ি ফিরে না আসায় শুক্রবার (৭ মার্চ) সকালে পরিবারের লোকজন ও স্বজনরা তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তারা জানতে পারেন শাহেদের গুলিবিদ্ধ মরদেহ ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরী বাঁশকোনা এলাকার ১৩১৯ নম্বর পিলারের অভ্যন্তরে পড়ে রয়েছে। ঘটনার পর বিজিবি বিষয়টি বিএসএফকে জানালে, বিএসএফ নিহত ব্যক্তির ছবি বিজিবির কাছে পাঠায়। নিহতের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরা ছবির মাধ্যমে শাহেদ মিয়ার পরিচয় নিশ্চিত করেন।
বিজিবি জানিয়েছে, নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ভারতীয় খাসিয়াদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।
বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ এমদাদুল হক জানান, বৃহস্পতিবার রাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সে দেশের খাসিয়া চোরাকারবারিদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন শাহেদ। একপর্যায়ে খাসিয়াদের আঘাতে মৃত্যু হয় তার।