ফিফার নিষেধাজ্ঞা মুক্ত বাফুফে
ক্রীড়া প্রতিবেদক : ২০১৮ সাল থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওপর আর্থিক নিষেধাজ্ঞা বলবৎ রেখেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। বাফুফেকে অর্থ প্রদান অব্যাহত রাখলেও নানা ধরনের সীমাবদ্ধতা এবং বাড়তি নজরদারি অব্যাহত রেখেছিল সংস্থাটি। শুক্রবার (৭ মার্চ) এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।
নিষেধাজ্ঞা মুক্ত হওয়ায় এখন থেকে ফিফার অনুদান স্বাভাবিকভাবে পাবে বাফুফে। আগে যেখানে শর্তযুক্ত ছিল। পাশাপাশি উন্নয়নমূলক আরও অনেক কর্মসূচিতে আবেদনের সুযোগও বাড়বে বাফুফের।
বিগত কমিটির মেয়াদে বাফুফের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। ২০২৩ সালের এপ্রিলে দুর্নীতির দায়ে নিষিদ্ধ হন বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। পরের বছর সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীকে আর্থিক জরিমানাও করা হয়। যা পুরো বিশ্বেই বাফুফে কথা বাংলাদেশ ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। আর বাফুফের ওপর আর্থিক নিষেধাজ্ঞা তো ছিলই। সেই নিষেধাজ্ঞা উঠাকে তাবিথ আওয়ালের নেতৃত্বাধীন বাফুফের বর্তমান কমিটি বড় সাফল্য হিসেবে দেখছে।