রাচিন-উইলিয়ামসনের সেঞ্চুরিতে কিউইদের রেকর্ড পুঁজি
ক্রীড়া প্রতিবেদক : সেঞ্চুরিতে সুরটা বেধ দিয়েছিলেন দুই টপ অর্ডার ব্যাটার রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন। শক্ত ভিত পেয়ে পরে ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস খেললেন ঝড়ো ইনিংস। সুবাদে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার লড়াইয়ে নিউজিল্যান্ড গড়ল রেকর্ড পুঁজি।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার (৫ মার্চ) দক্ষিণ আফ্রিকাকে ৩৬৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ড।
টস জিতে আগে ব্যাট করতে নামা দলটি শুরু থেকেই প্রোটিয়া বোলারদের ওপর তান্ডব চালিয়েছে। বিশেষ করে রাচিন ও উইলিয়ামসন। তৃতীয় উইকেটে দুজন ১৬৪ রানের জুটি গড়েন। দুজনই আদায় করেন সেঞ্চুরি।
রাচিন এবারের আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি আদায় করেন। ১০১ বলে ১৩ চার ও ১ ছক্কায় ১০৮ রানের ইনিংস খেলেন। উইলিয়ামসন ৯৪ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০২ রানের ইনিংস উপহার দেন।
সঙ্গে মিচেল ৩৭ বলে ৪৯ ও ফিলিপস ২৭ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেন। সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট ৩৬২ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।এখন এই রান তাড়া করে জিততে হলে রেকর্ড গড়তে হবে দক্ষিণ আফ্রিকাকে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এতো রান তাড়া করে জয়ের রেকর্ড নেই।
এই ম্যাচে জয়ী দল আগামী রবিবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে।