সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার হবে: ড. ইউনূস

news-image

স্বাধীনমত ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি হবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

এ ছাড়া শেখ হাসিনার সঙ্গে জড়িত ব্যক্তি, তার পরিবার ও সহযোগীদেরও বিচার করা হবে বলে জানান ড. ইউনূস। বুধবার (৫ মার্চ) স্কাই নিউজ সাক্ষাৎকারটি এক প্রতিবেদন আকারে প্রকাশ করে।

ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসিত। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারে থাকাকালীন গুমের একটি নেটওয়ার্ক পরিচালনা করতেন এবং গত বছরের জুলাই-আগস্টে বিক্ষোভকারীদের বিরুদ্ধে গণহত্যা চালান।

এ ছাড়া বিরোধী দলের ওপর নির্যাতন চালানোর জন্য গোপন আটককেন্দ্র পরিচালনা করতেন শেখ হাসিনা। যা ‘আয়নাঘর’ নামে পরিচিত। যেখানে অনেককেই তার নির্দেশে হত্যা করা হয়। আর এসব কর্মকাণ্ড ঘটানো হয়েছিল ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধের’ নামে।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ‘আয়নাঘর’ নামে পরিচিত গোপন কারাগার পরিদর্শন করেন এবং এই অভিজ্ঞতাকে তিনি ‘ভয়ংকর’ ও ‘বিপজ্জনক’ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনার নিরাপত্তা বাহিনী ও পুলিশ নির্দয়ভাবে রাজনৈতিক কর্মীদের অপহরণ, নির্যাতন এবং হত্যা করত।’

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক ইউনূস সাক্ষাৎকারে জানান, বাংলাদেশ তার (শেখ হাসিনা) বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এ ছাড়া তাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে, তবে এখন পর্যন্ত ভারতের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

‘শেখ হাসিনা অবশ্যই বিচারের সম্মুখীন হবেন। তা তিনি বাংলাদেশ বা ভারত যেখানেই থাকুক না কেন,’ সাক্ষাৎকারে স্পষ্টভাবে ড. ইউনূস এ কথা বলেন।

এদিকে শেখ হাসিনার পরিবার এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছে।

অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘অপরাধে জড়িত ব্যক্তিদের সঠিকভাবে চিহ্নিত করতে কিছুটা সময় লাগছে। তবে তদন্তের কাজ চলছে।’ গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সহিংস অভিযানে প্রায় ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানি ঘটেছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন ও পঙ্গুত্ব বরণ করছেন, যা জাতিসংঘের পরিসংখ্যানে উঠে এসেছে। সূত্র: স্কাই নিউজ

এ জাতীয় আরও খবর

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে মালিক নিহত

নারায়ণগঞ্জে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলার

ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র জন্য প্রশংসায় ভাসছেন তানজিন তিশা

নারী নিপীড়নের প্রতিবাদে ঢাবিতে মশাল বিক্ষোভ

ধর্ষণের শাস্তি ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত

৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক আওয়ামী কাউন্সিলর, অস্থিতিশীল করছে মোহাম্মদপুর

গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা ইসরায়েলের

প্রতিবেশীকে মারধরের অভিযোগে শ্রীলংকান ক্রিকেটার গ্রেপ্তার

ধর্ষণ-নির্যাতন মোকাবেলায় চালু হচ্ছে হটলাইন