সার্বিয়ার পার্লামেন্টে গ্রেনেড বিস্ফোরণ, সংসদ অধিবেশন পণ্ড
আন্তর্জাতিক ডেস্ক : সার্বিয়ার স্প্রিং পার্লামেন্টারি সেশনে দুপক্ষের চরম বিতর্কের এক পর্যায়ে সংসদে গ্রেনেড নিক্ষেপ করেন এক বিরোধীদলীয় নেতা। চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ার পর তীব্র আওয়াজের ভুভুজেলা বাঁশি বাজিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে তুলেন এই এমপি।
মঙ্গলবার (৪ মার্চ) দেশটির রাজধানী বেলগ্রেডে অবস্থিত সংসদে এ ঘটনার পর নিরাপত্তা বাহিনীর তৎপরতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এক পর্যায়ে সংসদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন স্পিকার অ্যানা ব্রানবিক।
সম্প্রতি সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুচেভিক পদত্যাগ করেছেন। দেশটির ক্ষমতাসীন জোট সরকার প্রধানমন্ত্রীর মাধ্যমে বিশেষ চুক্তি স্বাক্ষর করিয়ে নেওয়ার প্রস্তাব উঠালে বিরোধী দলের নেতারা তীব্র প্রতিবাদ করেন। ইতোমধ্যে পদত্যাগ করা প্রধানমন্ত্রীর অধীনে কোনো সিদ্ধান্ত নেওয়া আইন পরিপন্থি বলে দাবি করেন তিনি।
বিতর্কের এক পর্যায়ে স্পিকার অ্যানার ওপর পানি ছুড়েন বিরোধী দলের এমপিরা। এতে তাদের বিরুদ্ধে ‘প্রাণ সংকট’ তৈরির অভিযোগ করেছেন স্পিকার।
ঘটনার আকস্মিকতায় স্ট্রোকের শিকার সংসদের নারী সদস্য জাসমিনা ওবরাদোভিচের উদাহরণ টেনে বিরোধী দলের নেতাদের উদ্দেশে স্পিকার অ্যানা বলেন, ‘আপনাদের কারণে তার (জাসমিনা) এখন মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে।’
তার দাবি, সংসদে উপস্থিত আট মাসের অন্তসত্ত্বা আরেক এমপি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এর আগে গত জানুয়ারিতে নোভি সাদ অঞ্চলে ট্রেন স্টেশনে দুর্ঘটনার জেরে সৃষ্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী। এরপর সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ ‘জরুরিভিত্তিতে সরকার পুনর্গঠনের’ ঘোষণা দেন।
মঙ্গলবার সংসদে এই বিতর্কিত ঘটনার পর পার্লামেন্টের বাইরে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জনসাধারণকে আন্দোলন করতে দেখা গেছে। এতে দেশে বিদ্যমান রাজনৈতিক সংকট নতুন মাত্রা ধারণ করেছে। সূত্র: ইউরো নিউজ