সেমিফাইনালে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। সোমবার (৪ মার্চ) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি।
টস জিতে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ বলেন, ‘আমরা আগে ব্যাটিং করবো। দেখে খুবই শুষ্ক পিচ মনে হচ্ছে। এখানেই একাধিক অনুশীলন হয়েছে সবার, তাই আমরা তৈরি আছি। ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ভারত খুবই দুর্দান্ত দল। আমাদের একাদশে দুটি পরিবর্তন আছে। কুপার কনল্লি একাদশে এসেছে ম্যাথু শর্টের জায়গায়। জনসনের জায়াগায় একাদশে তানভীর।’
টস হেরে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমি দুটো করার জন্যেই প্রস্তুত ছিলাম। যখন আপনি দ্বিধাদ্বন্দ্বে থাকবেন তখন টস হারাটাই উত্তম। পিচ পরিবর্তনশীল, এটাই তার স্বাভাবিক নিয়ম। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। তিন ম্যাচেই আমরা ভালো খেলেছি। একই দল নিয়েই মাঠে নামছি। সেটাই আমার বজায় রাখার চেষ্টা করবো। এটা খুবই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। যেখানে আমরা শেষ করেছি আবার সেখান থেকেই শুরু করতে চাই। এখন আমরা বোলিং করবো, ভালো বোলিং করতে হবে এবং যতটা সম্ভব অল্প রানে তাদের বেধে রাখতে হবে।’
অস্ট্রেলিয়া একাদশ
কুপার কনলি, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, মারনার লাবুশানে, জস ইংলিস (উইকেটকিপার), অ্যালক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, ব্রেন দ্বারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, তানভীর সংঘ।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, বরুন চক্রবর্তী।