অপারেশন ডেভিল হান্ট আরও সুনির্দিষ্ট লক্ষ্যমুখী করা হচ্ছে: স্বরাষ্ট্র সচিব
নিজস্ব প্রতিবেদক : অপারেশন ডেভিল হান্ট আরও সুনির্দিষ্ট লক্ষ্যমুখী করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
সোমবার (৩ মার্চ) সচিবালয়ে তার দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। গত রবিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা হয়।
এ প্রসঙ্গে সিনিয়র সচিব বলেন, ‘কোথায় ফোকাস বাড়ানো দরকার, রোজার মাসে জনবল সাশ্রয় করে সর্বোচ্চ কী কী কাজ করা সম্ভব, কোন কোন জায়গায় যৌথ টহলের দরকার নেই বা আছে- সেগুলো সভায় আলোচনা হয়েছে।’ কোর কমিটিতে অপারেশন ডেভিল হান্টের নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি।
নাসিমুল গনি বলেন, ‘লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ হচ্ছে কি না তা প্রতি মাসেই পরীক্ষা করা হচ্ছে। অভিযানের ফলাফল কী হচ্ছে, কোথাও নিষ্ফল পেট্রোলিং হচ্ছে কি না এসব দেখা হচ্ছে। রাজধানীতে যেসব ঘটনা ঘটছে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।’ আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখছেন- জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, ‘গতকাল (রবিবার) মোহাম্মদপুর থানায় ইফতার করেছি। সেখানে গত ডিসেম্বর মাসে দুটো এবং জানুয়ারি মাসে একটি খুন হয়েছে। এরপর ফেব্রুয়ারিতে একটি খুনও হয়নি। কিন্তু গত বছরের জুলাইয়ের আগে এখানে প্রতি মাসে দশটা করে খুন হতো।’
দেশি-বিদেশি গণমাধ্যমে খুন-ধর্ষণের পরিসংখ্যান এসেছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘কোনোটা অস্বীকার করছি না। আগে কী ছিল, এখন কী হচ্ছে, সেটা বলছি। আমরা একটা বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছি। এই বাহিনীতে আমরা যাদেরকে নিয়ে এসেছি, তারা কোনোদিন ঢাকা শহর দেখেনি। তারা এই জায়গাগুলো চিনে নিয়ে এখন কাজ করছে। প্রতিদিনই উন্নতি হচ্ছে।’
এখনো মব চলছে, লালমাটিয়াতে দুজন মেয়েকে হেনস্তা করা হয়েছে। এ বিষয়ে সিনিয়র সচিব বলেন, মব অর্গানাইজডভাবে হয় না। কেউ একটা হুজুগ তুলে দেয়। মেয়েগুলো ওখানে অর্গানাইজড ওয়েতে বসেনি বলে আমার ধারণা। লোকগুলো যে সংগঠিত হয়ে সেখানে এসেছে তাও না। এগুলো তো আগে থেকে অনুমান করা সম্ভব না। জাতিগতভাবে ওপরে যেতে আমাদের আরও সময় লাগবে। তখন এগুলো নিয়ে আর এত ঝামেলা হবে না।’
মবের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এতে অন্যরা উৎসাহিত হচ্ছে কি না- এ বিষয়ে তিনি বলেন, ‘যেসব জায়গায় এ ঘটনাগুলো হচ্ছে, সেখানে যদি তথ্য-প্রমাণ থাকে, সেগুলো সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পর্যবেক্ষণ করেন। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। চেষ্টার কোনো ত্রুটি রাখব না। এটুকু বলতে পারি, যাতে আগে যে অবস্থা ছিল তার থেকে আরও ভালো অবস্থায় যেতে পারি।