সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্প দেশকে ভুল পথে নিয়ে যাচ্ছেন

news-image
  • সিএনএনের জরিপ

আন্তর্জাতিক ডেস্ক : শিগগিরই যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে তার আগে দেশটির নাগরিকদের কাছে ট্রাম্পের অবস্থান খুব একটা ভালো দেখা যায়নি।

সংবাদ সংস্থা সিএনএনের এক জরিপের ফলাফল বলছে, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের কার্যক্রম এবং তিনি দেশকে যে পথে নিয়ে যাচ্ছেন, তা নেতিবাচকভাবেই দেখছেন বেশির ভাগ আমেরিকান।

জরিপে মোট তিনটি বিষয়ে জোর দেওয়া হয়। তা হলো ট্রাম্পের অনুমোদন রেটিং, তিনি ঠিক বিষয়কে গুরুত্ব দিচ্ছেন কি না এবং তার নীতি দেশকে সঠিক পথে নিয়ে যাচ্ছে কি না। তিনটি বিষয়েই দেখা গেছে, মানুষ ইতিবাচকের চেয়ে নেতিবাচক মনোভাবই পোষণ করেছেন বেশি।

সব মিলিয়ে ৫২ শতাংশ ট্রাম্পের দাপ্তরিক কর্মকাণ্ডের বিপক্ষে রায় দিয়েছেন। অন্যদিকে ৪৮ শতাংশ মনে করছেন, ট্রাম্প যা করছেন তা ঠিক করছেন।

তবে জরিপটি গত শুক্রবারের আগে করা। ফলে ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে নজিরবিহীন যে বাদানুবাদ হয়েছে, সেটির কোনো প্রভাব এর ওপর পড়েনি।

জরিপটি ২৪ তারিখ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে করা হয়েছে। সব মিলিয়ে ২ হাজার ২১২ জন প্রাপ্তবয়স্ক এতে অংশ নেন। তাদের সঙ্গে অনলাইনে ও টেলিফোনে যোগাযোগ করা হয়েছিল।

ট্রাম্প আগের মতোই রিপাবলিকানদের মধ্যে জনপ্রিয়। তাদের ৯০ শতাংশ তাকে সমর্থন করছেন। তারা মনে করছেন, ট্রাম্প সব ঠিকভাবেই সামাল দিচ্ছেন। অন্যদিকে ৯০ শতাংশ ডেমোক্র্যাট সমর্থনকারী ট্রাম্পের বিরোধী। স্বতন্ত্রদের মধ্যে প্রতি ১০ জনের ৬ জন ট্রাম্পের বিরুদ্ধে মত দিয়েছেন। অর্থাৎ ৪১ শতাংশ ট্রাম্পের কর্মকাণ্ডের পক্ষে, অন্যদিকে ৫৯ শতাংশ বিপক্ষে। গত ফেব্রুয়ারিতেও এ পাল্লা ট্রাম্পের দিকে কিছুটা ভারী ছিল। সে সময় ৪৩ শতাংশ তার কর্মকাণ্ডের পক্ষে রায় দিয়েছিলেন। আর ৫৬ শতাংশ বিরোধিতা করেছিলেন।

তবে ২০১৭ সালে ট্রাম্প যখন প্রথম মেয়াদে কংগ্রেসের সামনে ভাষণ দিয়েছিলেন, তখন তার অনুমোদন রেটিং বর্তমানের তুলনায় কম ছিল। আর ট্রাম্প প্রথম মেয়াদে কংগ্রেসে নিজের ভাষণ দিয়ে অনুমোদন রেটিংয়ে খুব একটা পরিবর্তন আনতে পারেননি।

এবারের হিসাব কিছুটা ভিন্ন। দেশের জনগোষ্ঠী ট্রাম্পের কর্মকাণ্ড কিছুটা সমালোচনার দৃষ্টিতে দেখছেন। ৪৫ শতাংশেরও বেশি আমেরিকান মনে করছেন যে ট্রাম্প দেশকে ভুল পথে নিয়ে যাচ্ছেন। দেশকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন বলে মনে করেছেন ৩৯ শতাংশ। অন্যদিকে ১৫ শতাংশ কোনো মতামতই দেননি।

জরিপে দেখা গেছে, তরুণ বয়সীরাই বেশি মনে করছেন ট্রাম্প দেশকে ভুল পথে পরিচালিত করছেন। ১৮ থেকে ৩৪ বছর বয়সী ৫১ শতাংশ এ রকম মনে করছেন। অন্যদিকে একই বয়সের ৩১ শতাংশ মনে করছেন দেশ সঠিক পথের দিকে এগিয়ে যাচ্ছে।

১৮ থেকে ৩৪ বছর বয়সী ৬১ শতাংশ মনে করছেন, ট্রাম্প দেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর দিকে মনোযোগ দিচ্ছেন না। ১৪ শতাংশ প্রাপ্তবয়স্ক কৃষ্ণাঙ্গ ও ৩১ শতাংশ প্রাপ্তবয়স্ক হিসপানিক মনে করেন, ট্রাম্পের নীতিগুলো সঠিক পথে আছে। অন্যদিকে দুই-তৃতীয়াংশ মনে করছেন, ট্রাম্প অগ্রাধিকার ঠিকভাবে দিতে পারছেন না। সূত্র: সিএনএন।

এ জাতীয় আরও খবর

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে মালিক নিহত

নারায়ণগঞ্জে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলার

ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র জন্য প্রশংসায় ভাসছেন তানজিন তিশা

নারী নিপীড়নের প্রতিবাদে ঢাবিতে মশাল বিক্ষোভ

ধর্ষণের শাস্তি ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত

৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক আওয়ামী কাউন্সিলর, অস্থিতিশীল করছে মোহাম্মদপুর

গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা ইসরায়েলের

প্রতিবেশীকে মারধরের অভিযোগে শ্রীলংকান ক্রিকেটার গ্রেপ্তার

ধর্ষণ-নির্যাতন মোকাবেলায় চালু হচ্ছে হটলাইন