সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ডেভিল হান্টে কসবা পৌরসভার সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল ঢাকায় আটক

news-image

অধ্যাপক শেখ কামাল উদ্দিন: ঢাকায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমরান উদ্দিন জুয়েল। গত বুধবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছেন র‌্যাব-৪।

বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের। এমরান উদ্দিন জুয়েল পৌরসভার তালতলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ জামাল উদ্দিন। সাবেক আওয়ামী সরকারের পতনের পর জেলায় ও কসবা থানায় রুজুকৃত দু’টি মামলায় এজাহারভুক্ত আসামী করা হয়েছে তাকে। জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গ্রেফতার হয় অনেক মন্ত্রী, এমপি।

গ্রেফতার আতংকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের পদধারী নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। গ্রেফতার হন কসবা-আখাউড়ার সাবেক সাংসদ ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। নেতা-কর্মীদের অনেকেই পাড়ি জমান মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে। কেউ কেউ আত্মগোপনে ছিলেন দেশের বিভিন্ন অজ্ঞাতস্থানে। এদেরই একজন সাবেক মেয়র ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন জুয়েল। সম্প্রতি পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভাষণকে কেন্দ্র করে ঢাকা ধানমন্ডি ৩২ নাম্বারসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বুলডোজার অভিযান চালায় ছাত্র-জনতা। এরই অংশ হিসেবে গাজিপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার বুলডোজার অভিযানে বাধা দেন ও হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই হামলাকে কেন্দ্র করে পতিত সরকারের পালিয়ে থাকা নেতাকর্মীদের আটক করতে সরকারের নির্দেশনায় অপারেশন ডেভিল হান্টে নামে প্রশাসন। সেই অভিযানে সারাদেশে গ্রেফতার হয় কয়েকশ’ নেতাকর্মী। ডেভিল হান্টে কসবায় সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েলসহ ১০ জন গ্রেফতার হন।

এছাড়াও কসবা থানায় রুজুকৃত মামলায় দেশের অন্যন্য থানায় গ্রেফতার হয়েছে আরও ৬ জন। গত ৪ আগস্ট সরকার পতন আন্দোলনে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার অভিযোগে ১৭ নভেম্বর কুটি ইউনিয়ন ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম ইমু বাদী হয়ে কসবা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ২৩ নম্বর আসামী সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল।  তাছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলার আসামী। কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, বুধবার রাতে তাকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছেন র‌্যাব-৪। তার বিরুদ্ধে দু’টি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে মালিক নিহত

নারায়ণগঞ্জে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলার

ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র জন্য প্রশংসায় ভাসছেন তানজিন তিশা

নারী নিপীড়নের প্রতিবাদে ঢাবিতে মশাল বিক্ষোভ

ধর্ষণের শাস্তি ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত

৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক আওয়ামী কাউন্সিলর, অস্থিতিশীল করছে মোহাম্মদপুর

গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা ইসরায়েলের

প্রতিবেশীকে মারধরের অভিযোগে শ্রীলংকান ক্রিকেটার গ্রেপ্তার

ধর্ষণ-নির্যাতন মোকাবেলায় চালু হচ্ছে হটলাইন