সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলায় পদদলিত হয়ে ৩ পুণ্যার্থীর মৃত্যু

news-image

উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শিব চতুদর্শী মেলার দ্বিতীয় দিনে চন্দ্রনাথ ধামে ওঠার সময় পদদলিত হয়ে তিন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ও দুপুর ১টায় পৃথক সময়ে প্রচণ্ড ভিড়ের মধ্যে পদদলিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুরুষ ব্যক্তির নাম বান্টু লাল দাস (৫৫)। তার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। তিনি উপজেলার উত্তরবুনিয়া ইউনিয়নের ফাসিয়াখালি এলাকার মৃত মাগন দাসের ছেলে। তবে নিহত দুই নারীর নাম-পরিচয় জানা যায়নি। তাদের একজনের বয়স আনুমানিক ৪৫ বছর। অপরজনের বয়স ১৮ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১১ মিনিট ২৫ সেকেন্ডে তিথি (লগ্ন) শুরু হয়েছে। থাকবে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫৯ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত। এসময়ে ১০-১২ লাখ পুণ্যার্থীর সমাগম ঘটে চন্দ্রনাথ ধামে। এ তিথিকে ঘিরে মঙ্গলবার সন্ধ্যা থেকে পুণ্যার্থীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে তিনজন পুণ্যার্থীর মৃত্যু হয়।

সকাল ১০টার দিকে এক তরুণী পদদলিত হয়ে মারা যান। তার মরদেহ স্বজনরা নিয়ে যান। পরে দুপুর ১টার দিকে বান্টু লাল দাস ও অজ্ঞাতপরিচয় এক নারী পদদলিত হয়ে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম মরদেহ দুটি উদ্ধার করে থানায় হস্তান্তর করে।

নিহত বান্টু দাসের স্ত্রী লক্ষ্মী বলেন, প্রচণ্ড ভিড়ের কারণে আমার স্বামী পদদলিত হয়ে মারা গেছেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, বিকেল ৫টা পর্যন্ত প্রচণ্ড ভিড়ে তিন পুণ্যার্থী মারা যান। তার মধ্যে একজন পুরুষ ও দুজন নারী। একজনের পরিচয় শনাক্ত করা গেলেও দুই নারীর পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে তিন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে মালিক নিহত

নারায়ণগঞ্জে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলার

ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র জন্য প্রশংসায় ভাসছেন তানজিন তিশা

নারী নিপীড়নের প্রতিবাদে ঢাবিতে মশাল বিক্ষোভ

ধর্ষণের শাস্তি ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত

৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক আওয়ামী কাউন্সিলর, অস্থিতিশীল করছে মোহাম্মদপুর

গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা ইসরায়েলের

প্রতিবেশীকে মারধরের অভিযোগে শ্রীলংকান ক্রিকেটার গ্রেপ্তার

ধর্ষণ-নির্যাতন মোকাবেলায় চালু হচ্ছে হটলাইন