সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

পরিকল্পিতভাবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে : জামায়াতের আমির

news-image

নীলফামারী প্রতিনিধি : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পরিকল্পিতভাবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে। এ অবস্থায় বাংলাদেশে কোনো নির্বাচন হলে তা হবে ‘জেনোসাইড অব ইলেকশন’। চরম বিশৃঙ্খলা হবে, রক্তের বন্যায় ভাসবে বাংলাদেশ। আমরা এটা চাই না। আমরা চাই দেশের সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার শেষে আইন-শৃঙ্খলা ফিরিয়ে এনে, জনগনকে স্বস্তির সাথে তার ভোট প্রয়োগের সুযোগ তৈরি করে দিতে হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ মাঠে জামায়াতের ডোমার উপজেলা শাখা আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, গত সাড়ে ১৫ বছরে যারা নতুন ভোটার হয়েছে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। আওয়ামী লীগের আমলের পৌনে ২ কোটি ভুয়া ভোটার ও মৃতদের ভোটার তালিকা হতে বাদ দিতে হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার প্রশাসকদের জনগণ তাদের প্রতিনিধি মনে করে না, তারা তাদের ঘুষের রেট বাড়িয়ে দিয়ে বেশি হয়রানি করছেন। বিগত আওয়ামী লীগের সময় তারা শালা (শ্যালক), সম্বন্ধি, আত্মীয়-স্বজন মিলে স্থানীয় নির্বাচনের নামে সব কিছু দখল করেছেন। জামায়াতের রাজনীতি জনদুর্ভোগ বাড়াতে নয়, কমানোর জন্য।

শফিকুর রহমান বলেন, আগের চাঁদাবাজরা গিয়েছে। এখন সর্বস্তরের জনগণ বলে হাত বদল হয়েছে। মানুষ বলে রেট বৃদ্ধি পেয়েছে। যেখানে চাঁদাবাজ, দখলকার, সেখানে যুদ্ধ। এতগুলো মানুষ জীবন দিল, পঙ্গু হলো, তোমারিতো সহকর্মী। তারা এখন দুনিয়ায় নেই। তাদের জীবন ও রক্তের কোনো মূল্য কি নেই। চাঁদাবাজি দখলবাজি শহীদের রক্তের সাথে বেইমানি। বাংলাদেশ দুঃশাসন মুক্ত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।

বেকারদের উদ্দেশে তিনি বলেন, দেশে সুশিক্ষার পরিবর্তে কু-শিক্ষা দেওয়া হয়। এ শিক্ষা মানুষ বানায় না, দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলে না। তাই সার্টিফিকেটের বস্তা নিয়েও চাকরি মেলে না। আমরা ক্ষমতায় গেলে নৈতিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষ এমন শিক্ষা দেওয়া হবে, যেদিন শিক্ষার পাঠ শেষ হবে সেদিন যোগ্যতানুযায়ী চাকরির অফার লেটার তাদের দেওয়া হবে। আমরা কোনো বেকার থাকতে দেব না।

পথসভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক (রংপুর-দিনাজপুর) মাওলানা আব্দুল হালিম, অঞ্চল (রংপুর-দিনাজপুর) টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ, নীলফামারী জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, ডোমার উপজেলা শাখার আমির মো. আহমাদুল হক মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে মালিক নিহত

নারায়ণগঞ্জে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলার

ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র জন্য প্রশংসায় ভাসছেন তানজিন তিশা

নারী নিপীড়নের প্রতিবাদে ঢাবিতে মশাল বিক্ষোভ

ধর্ষণের শাস্তি ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত

৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক আওয়ামী কাউন্সিলর, অস্থিতিশীল করছে মোহাম্মদপুর

গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা ইসরায়েলের

প্রতিবেশীকে মারধরের অভিযোগে শ্রীলংকান ক্রিকেটার গ্রেপ্তার

ধর্ষণ-নির্যাতন মোকাবেলায় চালু হচ্ছে হটলাইন