সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়েছে: অ্যাটর্নি জেনারেল

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ছত্রিশ জুলাইয়ের (৫ আগস্ট) পর পুলিশ বাদী হয়ে কোনো মামলা করেনি। এর আগে ৬০ লাখ মানুষকে মামলায় আসামি করা হয়েছে, যার বাদী ছিল পুলিশ। সাড়ে চার হাজার মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বিগত ১৫ বছর ইলিয়াস আলীসহ অনেকেই গুম হয়েছে। কিন্তু ছত্রিশ জুলাইয়ে পর গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। তবে এখনো আমরা মিথ্যা মামলা বন্ধ করতে পারিনি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিনব্যাপী ময়মনসিংহ নগরীর একটি রিসোর্টে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, বিগত ১৫ বছর কারা ফ্যাসিজমের পক্ষ নিয়েছেন, কারা এখন পর্যন্ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ফ্যাসিজমকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন আমরা তা দেখছি। আমরা মানবাধিকারের ঝান্ডা তুলতে ধরতে চাই, আরেকদিকে ফ্যাসিজমের বিচার করতে চাই।

আমরা আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আপনারা এই জায়গায় নতুন করে জুরিসপুডেন্স রচনা করুন। একজন আসামিকে আদালতে পাঠানোর পূর্বে তার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ উত্থাপন করুন। এফআইআর-এ নাম না থাকতে পারে কিন্তু তাকে কী কারণে গ্রেপ্তার করলেন এবং এর পেছনে অ্যাসিস্টিটা কী, তিনি কীভাবে এই অপরাধে অংশগ্রহণ করেছেন, অর্থের জোগান দিলে কাকে দিয়েছে, টেলিফোন করলে কাকে করেছে, এই বিষয়গুলো থাকলে ন্যায়বিচারের জন্য বিচার বিভাগের কাজ সহজ হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার যে সংগ্রাম সেই সংগ্রামের ফসল হিসেবে আমরা এসেছি। শহিদ আবু সাঈদ, মুগ্ধ এদের রক্তের দায় থেকে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র উপহার দিতে চাই। এ যাত্রায় ফেল করলে দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব হারাবে।

এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুল রউফ বলেন, অনেক নিরপরাধ মানুষকে বিনা বিচারে কারাগারে থাকতে হয়েছে। জামিনযোগ্য মামলাতেও জামিন দেওয়া হয়নি। কিন্তু এখন আর বিনা বিচারের কেউ যেন কারাগারে না থাকে। দোষী যেই হোক শাস্তি পেতে হবে কিন্তু বিনা দোষে কেউ যেন শাস্তি না পায়।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ কোনো অঙ্গ যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে তার প্রভাব অন্যদের ওপর পড়ে। গত ৫ আগস্টের আগে কেউ বাধ্য হয়ে, কেউ অতি উৎসাহিত হয়ে নানা অপকর্ম করেছেন। ৫ আগস্টের পর মামলার হিড়িক পড়ে। তখন কিছু করার ছিল না। নিরীহ কোনো লোককে গ্রেপ্তার না করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল। পরিবর্তিত পরিস্থিতিতে মামলাগুলোর তদন্তে যে অসুবিধা হচ্ছে, সে সম্পর্কে বিচার বিভাগ বিবেচনায় নেবে।

কর্মশালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণি, অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোকতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, ময়মনসিংহের সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন প্রমুখ। এ ছাড়াও ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, চার জেলার ডিসি-এসপি, পিপি, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সকল থানার ওসি কর্মশালায় অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে মালিক নিহত

নারায়ণগঞ্জে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলার

ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র জন্য প্রশংসায় ভাসছেন তানজিন তিশা

নারী নিপীড়নের প্রতিবাদে ঢাবিতে মশাল বিক্ষোভ

ধর্ষণের শাস্তি ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত

৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক আওয়ামী কাউন্সিলর, অস্থিতিশীল করছে মোহাম্মদপুর

গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা ইসরায়েলের

প্রতিবেশীকে মারধরের অভিযোগে শ্রীলংকান ক্রিকেটার গ্রেপ্তার

ধর্ষণ-নির্যাতন মোকাবেলায় চালু হচ্ছে হটলাইন