সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

খাতুনগঞ্জে দেশি পেঁয়াজের সরবরাহ বেড়েছে, কমছে দাম

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়েছে দেশি পেঁয়াজের সরবরাহ। এ কারণে নিম্নমুখী রয়েছে পণ্যটির বাজার। মাসের ব্যবধানে প্রতি কেজি দেশি পেঁয়াজে ১০ টাকা ও ভারতীয় পেঁয়াজে কমেছে ৫ টাকা। তবে পাইকারি এ বাজারে প্রতি কেজি কেরালা আদা ২০ টাকা ও চায়না রসুনের কেজিতে ১০ টাকা বেড়েছে।

পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, মাসখানেক আগেও চড়া দামে বিক্রি হয়েছে দেশি পেঁয়াজ। বর্তমানে পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী ও মেহেরপুর থেকে মুড়িকাটা পেঁয়াজ আসছে। খাতুনগঞ্জের সব আড়তে দেশি পেঁয়াজের সরবরাহ বেড়েছে। তাই এসব পেঁয়াজের দাম কমেছে। রমজান মাসে পেঁয়াজের বাজার দর স্বাভাবিক থাকবে বলে জানান তারা।

গত ৮ জানুয়ারি পাইকারি এ বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৫০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৬৫ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে মাসের ব্যবধানে প্রতি কেজি চায়না রসুনে ১০ টাকা ও কেরালা আদায় ২০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি চায়না রসুন ২১০ টাকা ও কেরালা আদা ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস খবরের কাগজকে বলেন, ‘সাধারণ মানুষের ভারতীয় পেঁয়াজে আগ্রহ থাকে। কিন্তু বর্তমানে ভারতীয় পেঁয়াজের সরবরাহ তুলনামূলক কম। অন্যদিকে দেশে উৎপাদিত পেঁয়াজের সরবরাহ বেড়েছে। আকার ভালো ও দাম কমায় মানুষ এখন দেশি পেঁয়াজে আগ্রহ দেখাচ্ছেন। রমজান মাসে পেঁয়াজের দাম বাড়ার কোনো আশঙ্কা নেই। তবে সরবরাহ কমায় কেরালা আদা ও চায়না রসুনের দাম কিছুটা বেড়েছে।

পাইকারি বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি ও দাম কমার এর প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারে। নগরের বিভিন্ন খুচরা দোকানে মাসখানেক আগে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৭৫ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৫০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে নগরের অলিগলিতে ভ্যানগাড়িতে দেশি পেঁয়াজের বিক্রি বেড়েছে। বিক্রেতা ৫০ টাকা দাম দিলেও সাধারণ ক্রেতারা দরদাম করে কেজিপ্রতি ৪৫ টাকা দরে দেশি পেঁয়াজ কিনতে পারছেন। তা ছাড়া প্রতি কেজি চায়না রসুন ২৪০ থেকে ২৫০ টাকা ও কেরালা আদা ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

নগরের উত্তর আগ্রাবাদ এলাকায় ভ্যানগাড়িতে দেশি পেঁয়াজ বিক্রেতা মো. আনোয়ার হোসেন খবরের কাগজকে বলেন, ‘বর্তমানে দেশি পেঁয়াজের সরবরাহ ও মান দুটোই ভালো। দেশি পেঁয়াজের চাহিদাও বেড়েছে। এক বস্তা (৫০ কেজি) পেঁয়াজ দুপুরের আগেই বিক্রি করতে পারি। পাইকারের কাছ থেকে ৪০ টাকা দরে দেশি পেঁয়াজ কিনে এনেছি। প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি করছি। কেউ ৫ কেজি বা ১০ কেজি কিনলে ৪৫ টাকা রাখছি।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন খবরের কাগজকে বলেন, ‘এখন দাম কমতির দিকে আছে। কিন্তু রমজান মাস ঘনিয়ে এলে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়ানোর পাঁয়তারা শুরু করে। প্রতিবারই এমনটা দেখা গেছে। দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে। চাহিদার তুলনায় এবার বেশি ভোগ্যপণ্য আমদানি হয়েছে। ভোগ্যপণ্যের দাম বাড়ার কোনো কারণ দেখছি না। কিন্তু অসাধুরা দাম বাড়ানোর সুযোগ খুঁজছে।

কাজেই ভোক্তাদের যতটুকু প্রয়োজন, ততটুকুই পণ্য কিনতে হবে। পাশাপাশি জেলা প্রশাসন, ভোক্তা অধিকারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এখন থেকে নজরদারি বাড়াতে হবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, ‘খাতুনগঞ্জসহ অন্য বাজারগুলোতে আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। অনিয়ম পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ বাড়তি দরে পণ্য বিক্রি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

এ জাতীয় আরও খবর

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে মালিক নিহত

নারায়ণগঞ্জে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলার

ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র জন্য প্রশংসায় ভাসছেন তানজিন তিশা

নারী নিপীড়নের প্রতিবাদে ঢাবিতে মশাল বিক্ষোভ

ধর্ষণের শাস্তি ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত

৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক আওয়ামী কাউন্সিলর, অস্থিতিশীল করছে মোহাম্মদপুর

গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা ইসরায়েলের

প্রতিবেশীকে মারধরের অভিযোগে শ্রীলংকান ক্রিকেটার গ্রেপ্তার

ধর্ষণ-নির্যাতন মোকাবেলায় চালু হচ্ছে হটলাইন