সুনামগঞ্জে ডেভিল হান্টে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৬
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তার দুই চেয়ারম্যান হলেন শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাত্তার মিয়া (৭৬) ও ৩নং বাহড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু (৫০)।
গ্রেপ্তার বাকি চারজন হলেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম (৫৫), তাহিরপুর বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জলিল মিয়া (৪৮), দিরাই সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ (২৮), ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ (২৫)।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাকির হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।