সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

নবীনগরে বিয়ে বাড়িতে মনাক বাহিনীর হামলায় চারজন গুলিবিদ্ধ, থানায় মামলা

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামের অলি মিয়ার বাড়িতে বিয়ের উৎসব চলাকালে গত সোমবার (৩/২) এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী মনাক মিয়া ও তার সশস্ত্র বাহিনী আকস্মিক এক হামলা চালিয়ে সব লন্ডভন্ড করে দিয়েছে। ওই নারকীয় হামলা ও তান্ডবে ওই পরিবারের কমপক্ষে ৬ জন আহত হযেছেন। এদের মধ্যে মনাক বাহিনীর গুলিতে গুরুতর আহত ৪ জনকে ঢাকায় প্রেরণ করা হয়। গুলিবিদ্ধরা হলেন বড়িকান্দি গ্রামের অলি মিয়া (৫০) তার বড় ভাই খলিল মিয়া (৬০), ছোট ছেলে আসিফ মিয়া (১৬) ও ভাগ্নে নাছির মিয়া(২০)।

এ ঘটনায় সোমবার রাতে আহত অলি মিয়ার স্ত্রী সেলিনা বেগম কুখ্যাত মনাকসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামি করে নবীনগর থানায় একটি মামলা করেছেন।

নারকীয় তান্ডবের ওই খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) ওবায়দুর রহমান, নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও এলাকাবাসির সঙ্গে কথা বলে জানা যায়,’বড়িকান্দি গ্রামের অলি মিয়ার সৌদি প্রবাসি পুত্র ইমরান মিয়ার বিয়ে উপলক্ষে ওই বাড়িতে বরযাত্রীসহ বিভিন্ন আত্মীয় স্বজনের উপস্থিতিতে রীতিমত উৎসব চলছিলো। এমন সময় পাশ্ববর্তী নূরজাহানপুর গ্রামের কুখ্যাত সন্ত্রাসী মনাক মিয়ার নেতৃত্বে তার বাহিনী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বিয়ে বাড়িতে আচমকা নারকীয় হামলা চালায়। ওই সময় মনাক বাহিনীর গুলিতে কমপক্ষে ৬ জন আহত হন।

এ বিষয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আজিজুল হক বলেন,’শুনেছি, আকস্মিক ওই হামলায় গুলিবিদ্ধ হওযার পর অলি মিয়াসহ চারজনকে ঢাকায় পাঠানো হয়। এছাড়া হামলার সময় বিয়ে বাড়িতে চরম আতংক ছড়িয়ে পড়ে।’

বড়িকান্দি ইউপি চেয়ারম্যান লিৎফুর রহমান লাল মিয়া বলেন,’আমি ঘটনার সময় এলাকায় ছিলাম না। তবে এসে সব শুনেছি। মনাক ডাকাইত সম্পর্কে তো আপনারা (সাংবাদিক) সবই জানেন। তবে বিয়ে বাড়িতে এমন হামলা ঠিক হয়নি।’

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান,’হামলার ঘটনার পর পরবর্তী যে কোন পরিস্থিতি এড়াতে অলি মিয়ার বাড়িতে এস আই রফিকুল ইসলামের নেতৃত্বে ৫ জন পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত রয়েছে।

নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক থানায় মামলার সত্যতা নিশ্চিত করে বলেন,’কুখ্যাত সন্ত্রাসী মনাকের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি, হত্যাসহ বহু মামলা থানায় রযেছে। এ ঘটনার পর তাকে ধরতে তার বাড়িতে একাধিকবার অভিযান করেছে পুলিশ। ইনশাল্লাহ তাকে দ্রুত আবার ধরা হবে।”

এ জাতীয় আরও খবর

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে মালিক নিহত

নারায়ণগঞ্জে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলার

ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র জন্য প্রশংসায় ভাসছেন তানজিন তিশা

নারী নিপীড়নের প্রতিবাদে ঢাবিতে মশাল বিক্ষোভ

ধর্ষণের শাস্তি ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত

৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক আওয়ামী কাউন্সিলর, অস্থিতিশীল করছে মোহাম্মদপুর

গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা ইসরায়েলের

প্রতিবেশীকে মারধরের অভিযোগে শ্রীলংকান ক্রিকেটার গ্রেপ্তার

ধর্ষণ-নির্যাতন মোকাবেলায় চালু হচ্ছে হটলাইন