বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি-রিকশা, আহত ৪

news-image

উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
পাবনার ঈশ্বরদী রেলগেট খোলা রেখে শানটিং ট্রেন রেলগেট অতিক্রম করার সময় ইঞ্জিনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ঈশ্বরদী পৌর শহরের রেলগেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আব্দুল হালিম বলেন, রেলগেটের পাশে এক দোকানে বসেছিলাম। ট্রেনটি শানটিং (বগি সরানো) করার সময় ইঞ্জিন রেলগেটের কাছে আসার পরেও গেটম্যান গেট ফেলেননি। এসময় একটি পাওয়ার ট্রলি ইঞ্জিনের সামনে দিয়ে ঝুঁকি নিয়ে পার হয়ে যায়। এরপর রেলগেট অতিক্রম করার সময় ইঞ্জিনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দুমড়ে-মুচড়ে যায়। এসময় সিএনজির চালক, যাত্রী ও রিকশাচালকসহ চারজন আহত হন।

আহত রিকশাচালক তোফায়েল আহমেদ বলেন, ‘রেলগেট খোলা দেখে রিকশা নিয়ে রেলগেট পার হচ্ছিলাম। হঠাৎ ইঞ্জিন আমার রিকশায় ধাক্কা দেয়। রিকশাসহ আমি ছিটকে রেললাইনের পাশে পড়ে যাই।’

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ জাগো নিউজকে বলেন, বিষয়টি শুনেছি। এ ঘটনার তদন্ত করে লোকোমাস্টার (চালক) ও গেটম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ ঘটনার সময় কোন লোকোমাস্টার ও গেটম্যান কর্মরত ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।

শেখ মহসীন/এসআর/এমএস

 

এ জাতীয় আরও খবর

‘ডাইনি’ হয়ে আসছেন মিমি

মিশরে আক্রমণের প্রস্তুতি ইসরায়েলের, রিপোর্ট

ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ এজাজ

হত্যা মামলায় এসপি তানভীর সালেহীন কারাগারে

১০ দিনের মধ্যে সয়াবিন তেলের সংকট কাটবে : বাণিজ্য উপদেষ্টা

এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ

হাসিনা নির্দেশ দিয়েছিলেন—‘বিক্ষোভের নেতাদের হত্যা করুন, লাশ গুম করুন’

‘হাসিনা ক্ষমতায় থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে’

‘গণঅভ্যুত্থানে সব খালি হয়ে গিয়েছিল, কিন্তু আনসার বাহিনী তাদের স্থান ছাড়েনি’

‘দেশে বারবার গণতন্ত্র হরণ হয়েছে, বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করেছে’

আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো : হাসনাত

ষড়যন্ত্র করবেন না, দ্রুত নির্বাচন দিন : গয়েশ্বর