সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

নবীনগরে এনজিও সমিতির নাম দিয়ে একটি প্রতারণা

news-image
শতাধিক অসহায় পরিবারের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রত্যাশা নামে এক এনজিও সমিতির নাম দিয়ে একটি প্রতারক চক্র উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক অসহায় পরিবারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ১৯ জানুয়ারী রবিবার নবীনগর পৌর এলাকার আদালত পাড়ার সৌদি হাউসের তিনতলা ভবনের প্রত্যাশা সমিতির অফিসটি তালা দিয়ে গ্রাহকের লক্ষ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছেন ওই চক্রটি।
সরজমিনে গিয়ে জানা যায়,  একটি প্রতারক চক্র বেশ কিছু দিন যাবৎ প্রত্যাশা সমিতির নাম দিয়ে উপজেলার কনিকারা, গোপালপুর,কান্দি, আইতলা,আলমনগর,লাপাং, শিবপুর, আলিয়াবাদ, নারায়ণপুর সহ বিভিন্ন এলাকায় সমিতির পক্ষ থেকে সহজ শর্তে কিস্তিতে ঋণ দেয়া হবে। এবং যারা ঋণ নিবেন তাদের সমিতির সঞ্চয় জমা দেওয়ার তাগিদ দেওয়া হয়। এসময় ঋণের পরিমানের উপর নির্ভর করে কেউ কেউ ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় জমা দেয়।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য নাছির মিয়া,শাহ আলম,সুভাষ সূত্রধর,শংকর,সুজন সূত্রধর, ভূবন,  লিটন মিয়া,চাঁন মিয়া সহ আরো অনেকেই জানান, একলাখ টাকার কিস্তি নিলে ১০হাজার টাকা সঞ্চয় জমা রাখতে হয়। এমন করে গত ১৯ জানুয়ারি সকালে আমাদের কাছ থেকে সঞ্চয়ের টাকা উত্তলন করেন প্রত্যাশা সমিতির লোকজন। বিকেলে আদালত পাড়ার তাদের অফিসে গিয়ে দেখি সেখানে ঝুলানো। পরে আমরা বুঝতে পারি আমাদের সাথে প্রতারণা করা হয়েছে।  বিষয় টি লিখিত ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা   ও ওসি সাহেব  কে  জানিয়েছি। তারা জানান, এই বাড়ির মালিককে আমাদের সন্ধেহ হয়। তাদের সাথে তিনি জড়িত থাকতে পারেন। তা না হলে তিনি প্রতারকদের অফিস ভাড়া দিতেন না।  আমরা গরিব মানুষ, আমাদের টাকা গুলি  ফেরত চাই।
সৌদি হাউজের মালিক মজিবুর রহমান জানান, তারা আমাদের বলেছে তারা আকিজ গ্রুপের লোকজন। আমরা এসব প্রতারণার বিষয়ে কিছুই জানি না।
এবিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী বলেন, আমার কাছে প্রতারনার শিকার প্রায় শতাধিক অসহায় মানুষ এসেছেন। আমি বিষয়টি ওসি সাহেব কে দেখতে বলেছি।সাথে উপজেলার সকল এনজিওর কর্মিদের নিয়ে খোঁজ খবর নিচ্ছি।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আমরা এ বিষয়ে তদন্ত চালাচ্ছি। তারা সবাই প্রতারনার শিকার। সবাইকে এসব বিষয়ে সতর্ক থাকার আহবান জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে মালিক নিহত

নারায়ণগঞ্জে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলার

ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র জন্য প্রশংসায় ভাসছেন তানজিন তিশা

নারী নিপীড়নের প্রতিবাদে ঢাবিতে মশাল বিক্ষোভ

ধর্ষণের শাস্তি ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত

৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক আওয়ামী কাউন্সিলর, অস্থিতিশীল করছে মোহাম্মদপুর

গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা ইসরায়েলের

প্রতিবেশীকে মারধরের অভিযোগে শ্রীলংকান ক্রিকেটার গ্রেপ্তার

ধর্ষণ-নির্যাতন মোকাবেলায় চালু হচ্ছে হটলাইন