নবীনগরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আনন্দ র্যালি ও পথসভা বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে পথসভায় মিলিত হয়। ছাত্রদল নেতা অনন্ত হীরার সভাপতিত্বে ও আব্দুল্লা আল উদয় এর উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শুকুর খান, হাসিবুল হাদিস শাহিন, যুবদল নেতা আসাদুজ্জামান দুলাল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কামাল, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক তাজুল ইসলাম মনা, নাজমুল হক নিপু, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তনময় প্রমূখ।