বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসকনকে নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচারের দাবিতে নাসিরনগরে হেফাজত ইসলামের মানববন্ধন

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ভারতে বাংলাদেশী পতাকার অবমাননা,দেশদ্রোহী উগ্র জঙ্গিবাদী সংগঠন ইসকন কর্তৃক চট্রগ্রাম আদালতের মসজিদ ভাংচুর,আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ইসকনকে নিষিদ্ধ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১ টা থেকে হেফাজত ইসলাম বাংলাদেশ নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে নাসিরনগর উপজেলা পরিষদ সড়কে ও কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ উপজেলা ও ইউনিয়নের হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ ও সর্বস্তরের তৌহিদী জনতা অংশগ্রহণ করে। হেফাজত ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক,উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও উপজেলা কমপ্লেক্স মসজিদের খতিব মূফতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে এতে হেফাজত ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি ও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুর সাত্তার,উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা শামছুদ্দিন আহমেদ,হাফেজ হোসাইন আহমেদ, মাওলানা হাবিবুল হাসান,মাওলানা জুবায়ের আহমেদ,মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা নুরুল হক,মাওলানা মুজাহিদ, মাওলানা সায়েদুর রহমান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা বোরহান উদ্দিন,ক্বারী ইসরাইল আহমদ,মাওলানা আবদুল আওয়াল,মাওলানা ফখরুল ইসলাম,মোহাম্মদ ইমরানুল রশিদসহ আলেম উলামাগন বক্তব্য রাখেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।সমাবেশ শেষে মুসলিম জাহানের শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শামছুদ্দিন আহমেদ।

সমাবেশে বক্তারা ইসকন একটি আন্তর্জাতিক উগ্র জঙ্গিবাদী সন্ত্রাসী সংগঠন। বিশ্বের নানা দেশে উগ্রবাদী ও উসকানিমূলক কর্মকান্ডের কারণে ইসকন নিষিদ্ধ করা হয়েছে। চট্রগ্রাম আদালতের মসজিদ ভাংচুর ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ এবং হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।

এ জাতীয় আরও খবর

বাড়বে শীত, আসছে শৈত্যপ্রবাহ

ডেলিভারি সম্পর্কে ধারনা পাল্টে দিল আদ্-দ্বীন হাসপাতাল

বাঞ্ছারামপুর সরকারী হাসপাতালে ভারতীয় এম্বুলেন্স : ৩ বছরে রোগী উঠেছে মাত্র একজন!!

গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৫ শিক্ষার্থী আহত

আয়কর দেন না এমন ব্যবসায়ীদের খুঁজতে নির্দেশ

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্ত

পিএসসিতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

সীমান্ত স্কয়ার থেকে ৭ মিনিটে ১৫৯ ভরি সোনা চুরি, চোরদের শনাক্ত

হিমাঙ্কের নিচে তাপমাত্রায় উদ্ধারকাজ চালানোই হবে চ্যালেঞ্জ

সীমান্তে বিএসএফের বেড়া দেওয়ার চেষ্টা বিজিবির বাধায় পণ্ড