ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউটে গাঁজা সেবনের দায়ে ৭ জনের কারাদন্ড
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৬ জন আসামীকে গাঁজা সেবনের অপরাধে ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদানসহ অর্থদন্ড করা হয়েছে।
(৬ নভেম্বর) দুপুরে পুনিয়াউট রেলস্টেশন এলাকায় অভিযানে দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, জেলার সদর উপজেলার রাজনগর এলাকার মৃত: বারেক মিয়ার ছেলে মোঃ মোবারক হোসেন(৩৫), নূর মিয়ার ছেলে মোঃ সবুর আহমেদ(২৫), পৌর এলাকার শিমরাইল কান্দি গ্রামের মো: ইনাইর মিয়ার ছেলে মোঃ জুনাইদ(২১), মাইজহাটি এলাকার মো: বাছির মিয়ার ছেলে মোঃ রিপন আলী(১৯), দক্ষিণ মৌড়াইল এলাকার আব্দুল মন্নাফ মিয়ার ছেলে মোঃ শাহিন মিয়া(২৮), কাজীপাড়া এলাকার মৃত বাচ্চু মিয়া ছেলে মোঃ জামাল মিয়া(৩৫)।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।