সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

হজ প্যাকেজ ঘোষণা আগামী বুধবার, কমছে খরচ: ধর্ম উপদেষ্টা

news-image

আগামী বুধবার হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন। হজের খরচ গতবারের চেয়ে কমানো হবে বলে নিশ্চিত করেন তিনি।ধর্ম উপদেষ্টা সোমবার বিকেলে দিনাজপুরের হিলির আল জামিয়াতুল ইসলামিয়া আল আজীজিয়া আনওয়ারুল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে এই কথা বলেন। ‘‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ওলামায়ে কেরামের ভূমিকা’’ শীর্ষক এই সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

আফম খালিদ হোসেন বলেন, ‘আগামী বুধবার হজ প্যাকেজ ঘোষণা করা হবে। ঘোষণায় হজের দুটি প্যাকেজ থাকবে, খরচ গতবারের চেয়ে কমানো হবে। হজে বাংলাদেশিদের জন্য ২০০ মেডিকেল টিম থাকবে। আরও ১ কোটি টাকার ওষুধের বরাদ্দ।’

সবাইকে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার দাওয়াত দিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘কোনো এজেন্সি অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন আরও বলেন, ‘এদেশের টাকা লুট করে যারা বিদেশে পাচার করে তারা কখনোই দেশ প্রেমিক হতে পারে না। আর কোনো আলেম দেশের টাকা লুট করে বিদেশ বাড়ি করে নাই।’

হিলিবাসীর পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টাকে সকল ট্রেনের যাত্রা বিরতির জন্য স্মারকলিপি দেওয়া হয়। এ  প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা  বলেন, ‘হিলি রেল স্টেশন অবহেলিত রয়েছে। হিলি একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে। আমদানি–রপ্তানির পাশাপাশি এখানে পাসপোর্ট যাত্রী পারাপার করে থাকে। তাই হিলি রেলস্টেশনে ট্রেন থামার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ করব।’ এরপরে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বিশেষ দোয়া কামনা করেন।

হিলি মাদ্রাসার মুহতামিম সামশুল হুদা খানের সভাপতিত্বে আলোচনাসভা ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ড. আফম খারেদ হোসেন হিলি স্থলবন্দর পরিদর্শন করেন ও সুবিধা–অসুবিধা সম্পর্কে ব্যবসায়ীদের কাছ থেকে অবগত হন। বন্দরের কার্যক্রম আরও ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করা হবে বলেও জানান তিনি। এরপর তিনি দিনাজপুরের উদ্দেশ্য হিলি স্থলবন্দর এলাকা ত্যাগ করেন।

এ জাতীয় আরও খবর

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে মালিক নিহত

নারায়ণগঞ্জে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলার

ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র জন্য প্রশংসায় ভাসছেন তানজিন তিশা

নারী নিপীড়নের প্রতিবাদে ঢাবিতে মশাল বিক্ষোভ

ধর্ষণের শাস্তি ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত

৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক আওয়ামী কাউন্সিলর, অস্থিতিশীল করছে মোহাম্মদপুর

গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা ইসরায়েলের

প্রতিবেশীকে মারধরের অভিযোগে শ্রীলংকান ক্রিকেটার গ্রেপ্তার

ধর্ষণ-নির্যাতন মোকাবেলায় চালু হচ্ছে হটলাইন