ব্রাহ্মণবাড়িয়া কৃষকলীগ নেতা হামদু চট্রগ্রাম থেকে গ্রেপ্তার
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কৃষকলীগ নেতা হামিদুর রহমান ভূইয়া (হামদু)কে গ্রেফতার করেছে পুলিশ। (১০ অক্টোবর) বৃহস্হপতিবার বিকালে তাকে চট্রগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া আনা হয়। সে সদর উপজেলার চিনাইর এলাকার জিল্লুর রহমান ভূইয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিওিতে চট্রগ্রাম এলাকার চকবাজার নামক স্হান হতে
মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। সে আত্মগোপনে ছিল। তাকে আটক করার জন্য বিভিন্ন স্হানে এর আগেও অভিযান পরিচালনা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দুইটি হত্যা, একটি গুম ও বিস্ফারক আইনে একটিসহ মোট ৪ টি মামলা রয়েছে। সে এসব মামলার এজহারভুক্ত আসামী। আমরা তাকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছি। প্রাথমিক পর্যায়ে ৫ দিনের রিমান্ড জন্য আবেদন করেছি।