সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেন বিলম্ব করায় স্টেশনে যাত্রীদের হামলা

news-image

জেলা প্রতিনিধি : ট্রেন বিলম্ব করায় ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে হামলা করেছে বিক্ষুব্ধ যাত্রীরা। এসময় তারা স্টেশন কর্মকর্তাদের আটকে রাখে বলে জানা গেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

গফরগাঁও স্টেশন মাস্টার মো. সেলিম আল হারুন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী যাত্রীবাহি কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবিতে সকাল ১০টা থেকে বালিপাড়া আউলিয়ানগর স্টেশনে ট্রেনটি আটকে রেখে বিক্ষোভ করে স্থানীয়রা। এ ঘটনায় সকাল সোয়া ১০টায় থেকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস গফরগাঁও স্টেশনে বেলা ১১টা থেকে মশাখালি স্টেশনে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস, দুপুর সাড়ে ১২টা থেকে তারাকান্দিগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস কাওরাঈদ স্টেশনে, আউলিয়ানগর স্টেশনে দেওয়ানগঞ্জ কমিউটার ছাড়াও ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং ফাতেমানগর স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস আটকে থাকে। এতে গফরগাঁও-ময়মনসিংহ রেলপথে সাড়ে চারঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ থাকে।

এদিকে, গফরগাঁও রেলওয়ে স্টেশনে আটকে থাকা ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা দুপুর ১টা থেকে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে শতাধিক ট্রেন যাত্রী গফরগাঁও রেলওয়ে স্টেশনে হামলা এবং স্টেশন মাস্টারসহ কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে। পরে গফরগাঁও অস্থায়ী সেনা ক্যাম্পের কর্মকর্তা মেজর শরীফের নেতৃত্বে সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় সাড়ে চারঘণ্টা পর আন্তঃনগর তিস্তা ট্রেনটি গফরগাঁও থেকে ছেড়ে যায় এবং ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্টেশন মাস্টার মো. সেলিম আল হারুন বলেন, বিক্ষুদ্ধ যাত্রীরা স্টেশনে হামলা করে স্টাফদের অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে যাত্রীরা স্টেশনে আগুন দিতে চেয়েছিল। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে মালিক নিহত

নারায়ণগঞ্জে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলার

ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র জন্য প্রশংসায় ভাসছেন তানজিন তিশা

নারী নিপীড়নের প্রতিবাদে ঢাবিতে মশাল বিক্ষোভ

ধর্ষণের শাস্তি ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত

৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক আওয়ামী কাউন্সিলর, অস্থিতিশীল করছে মোহাম্মদপুর

গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা ইসরায়েলের

প্রতিবেশীকে মারধরের অভিযোগে শ্রীলংকান ক্রিকেটার গ্রেপ্তার

ধর্ষণ-নির্যাতন মোকাবেলায় চালু হচ্ছে হটলাইন