বেইলি রোডে অগ্নিকান্ড: একই পরিবারের নিহত ৫ জনের জানাযার নামাজ শেষে দাফন সম্পূর্ণ
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : পাঁচটি লাশবাহী গাড়ি ঢুকতে দেখে শাহবাজপুর এলাকা মানুষের চোখের পানি,কান্নার শব্দে নেমেএসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না যেন কিছুতেই দামছেনা। পুরো এলাকা জুড়ে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে। সরাইল উপজেলার শাহবাজপুর খন্দকার পাড়ার একই পরিবারের পাঁচ জনকে জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) বাদ আসর নামাজে জানাজা শেষে শাহবাজপুর পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয়। জেলা ও উপজেলার সর্বস্তরের হাজারো মুসল্লীরা জানাজায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ঢাকার বেলী রোড়ে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের পাঁচজন হলেন খন্দকার পাড়ার মরহুম কাসেম মিয়ার ছেলে ইতালি প্রবাসী সৈয়দ মোবারক (৫১), তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮), কলেজছাত্রী মেয়ে সৈয়দা কাসফিয়া ও স্কুলছাত্রী সৈয়দা নুর ও তার সাত বছরের ছেলে সন্তান সৈয়দ আব্দুল্লাহ।