ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত, চালক আটক
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের জেলার বিজয়নগরে ট্রাকের ধাক্কায় নিরু দাস (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিকালে উপজেলার বুধন্তি বাজারের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত ব্যক্তি জেলার সদর উপজেলার সুলতানপুর এলাকার বাসিন্দা। এদিকে, এ ঘটনার পর ট্রাকের চালক
রোমান আহম্মদ (২৫) কে আটক করেছে পুলিশ। তার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শ্রীনাথপুর এলাকায়।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, বিকালে ঢাকা সিলেট মহাসড়কের বুধন্তি বাজারের সামনে রাস্তা পারাপারের সময় মাধবপুরগামী ট্রাকের ধাক্কায় আহত হয়ে ঘটনা স্হলে বৃদ্ধের মৃত্যু হয়।
সরাইল খাটিহাতা হাইওয়ে পুলিশের (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।