আশুগঞ্জে পাইপগান-কার্তুজসহ ১৫ মামলার আসামী গ্রেফতার
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি দেশীয় তৈরি পাইপ গান ও ৪ রাউন্ড সীসা কার্তুজসহ ১৫ টি মামলার আসামী মোঃ দ্বীন ইসলাম সরকার প্রকাশ ধীরা(৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী উপজেলার চরচারতলা (সরকারবাড়ি) এলাকার মোঃ মোগল মিয়া সরকারে ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিওিতে চরচারতলা এলাকা থেকে (২৪ জুলাই) রাতে
আসামী মোঃ দ্বীন ইসলাম সরকার প্রকাশ ধীরাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য মোতাবেক (২৫ জুলাই) ভোর রাতে চরচারতলা এলাকার ট্রানজিট মাঠ/গরুর বাজার বিদ্যুতের টাওয়ারের পূর্ব-উত্তর কোনায় ঝোপের মধ্যে মাটির নিচ হইতে একটি দেশীয় কাঠের বাটযুক্ত লোহার তৈরি পাইপগান ও ৪টি সীসা কার্তুজ উদ্ধার করা হয।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহাম্মেদ জানান, আশুগঞ্জ সহ দেশের একাধিক থানায় তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি ও অস্ত্র আইনে ১৫ টি মামলা রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রসহ তার বিরুদ্ধে মামলা রুজু করে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।