বৃষ্টির কবিতা -এ কে সরকার শাওন
বিষ-বৃষ্টি
বাহিরে বৃষ্টির শব্দ।
তুমি জানালার পর্দাটা
দু’হাতে দু’দিকে সরিয়ে,
একটি অপূর্ব “হি হি”
হাসির ঝিলিক ছড়িয়ে,
অপরূপ গ্রীবাদেশ বাকিয়ে,
ডান হাতে সন্মুখের চুলগুলি সরিয়ে,
শোনালে একটি অমিয় বাণী
“দারুন না!”
আমি বলেছিলাম, “কোনটা?
তুমি না বৃষ্টির রিমঝিম?”
একটি অপূর্ব ঠমক দিয়ে বললে,
“দু’টোই!”
আমি বলেছিলাম, “তুমিই বেশী,
দু’টো নয় মোটেই”!
সেই কবেকার কথা!
আজ ঘূর্ণিঝড় ‘টিতলী’র প্রভাবে
এখানে বৃষ্টি ঝরছে অঝোর ধারায়
রিমঝিম শব্দে সবাই বিমোহিত হয়।
আমার মনে ঝড় বয়ে
সব লন্ড-ভন্ড হয়;
যেমনটা হচ্ছে এখন
ভারতের উপকূলীয় ঊড়িস্যায়,
কেহ জানতে না পায়।
সবার কাছে বৃষ্টির সুর
একই সুর নয়
কারো কাছে “দারুন না”
কারো কাছে “বিষময়”।
সময়ভেদে তা ভিন্ন ভিন্ন হয়!
——————————————
বৃষ্টি বিলাস
তরুচ্ছায়াঘন সন্ধ্যা লগ্ন
আষাঢ়ে আপন আঙ্গিনায়;
উত্তাল বায়ে তান্ডব প্রলয়ে
গায়ে বৃষ্টি আছড়ায়।
বজ্রনাদ আর বজ্রপাত,
চোখ ধাঁধানো আলো;
শত বিজলীর ঝলমলে আলোয়
নিমিষেই নিখোঁজ কালো।
শীতল বায় মন নাচায়
জুড়ায় তাপিত তনুমন।
খুশীর ছোঁয়ায় ভিজে বরিষায়
স্মরণীয় রাখি ক্ষণ।
ভেজা শেষে ঘরে এসে
ভাজভাঙ্গা পাঞ্জাবি পরে;
বাগান ঘেষে বাতায়ন পাশে
বসি বৃষ্টি দর্শনের তরে!
নিবিষ্ট মনে বৃষ্টির সনে
কী নিবিড় মরি মরি!
আষাঢ় মাসে পানি ভাসে,
ভাসে স্মৃতির লুকোচুরি!
স্তব্ধতা ভাঙ্গায় প্রেয়সী বাড়ায়
ধূমায়িত কফির পেয়ালা!
প্রিয়া, বৃষ্টি, কফির ছোঁয়ায়
চুমুকেই মন উতলা!
নন্দে ছন্দে ভাব তরঙ্গে
উচ্ছ্বসিত সিক্ত প্রান!
বাহিরে বজ্র-বৃষ্টি তুফান
উচ্চ শিরে চলমান!
দু-চার চরণ আবৃত্তি, স্মরণ,
গুনগুনিয়ে গাই গান।
এই মুহূর্তে জগলু বাদশাহ
তার জীবন মহীয়ান।
সহসা দৃষ্টি আম্রবৃক্ষে
ভীতসন্ত্রস্ত এক পত্রী!
নিমিষেই উড়ে পেঁপে পত্রে
কাক ভেজা অভিযাত্রী!
ডানা ঝাঁপটায় আশ্রয় চায়
চুপসে সে চুপচাপ।
ঝঞ্ঝা রাতে বিপদে-বিপথে
মুখাবয়বে নাই ছাপ।
বৃষ্টি বিলাস রেখে একপাশ
পাখীর জন্য ভাবনা;
কোথায় বাস? কোথায় আশ?
কোন সুদূরে ঠিকানা?
ঠিকানাবিহীন নিরাপত্তাহীন
উড়ে প্রান্তিক প্রান্তরে।
দুঃখ, হতাশা, অনুযোগ নাই
কোন ক্লেশ নাই অন্তরে!
মানব জীবন পাখীর জীবন
তফাৎ আকাশ পাতাল।
পেয়েও সব আক্ষেপ অনুভব
মানব অকৃতজ্ঞ চিরকাল।
পাখীর জীবন মুক্ত স্বাধীন
নির্মল ভাবলেশহীন!
মানব জীবন আবদ্ধ অধীন
শৃঙ্খলিত সুকঠিন।
————————————————————-
বৃষ্টি বিলাপ
জন্মদিনের শুভ লগ্নে
মা মনির বিদায় ক্ষণে।
অন্তরে অতুষ্টি বিকৃষ্ট বৃষ্টি
বিষজ্বালা সবার মনে।
দুঃখ ঢেকে পরিপাটি পোষাকে
আলো ছড়ায় চাঁদমুখে।
অন্তরে রোদন বিমূর্ত ক্রন্দন
দুঃখের উত্তাপ বুকে!
অঝোর ধারায় ভারী বর্ষায়
পথ ঘাট টুইটুম্বর।
সর্পিল বাঁকা রাস্তা ফাঁকা
রাতের প্রথম প্রহর!
সেই ক্ষণে বিষণ্ণ মনে
মা মনি প্রস্তুত সফরে।
যাবে সুদূরে ভুবনেশ্বরে
ছাত্রত্বের নিরস খাতিরে!
দৃঢ় মনোবল চোখ ছলছল
হাসির রেখা ঠোঁটে।
অন্তর অচল তবু অবিচল
সন্মুখে চলছে ডাটে!
বাবা-মা পরিজন বন্ধু-স্বজন
সাথে চলছে তার।
শত শর বিঁধেছে পরপর
শোকার্ত অন্তর অসাড়!
বিদায় লগ্নে রেল ষ্টেশনে
বাবার মতই বুঝায়।
“অবুঝের মত হয়ো না বাপি,
দোয়া করো আমায়!”
বাবা মায়ের দোয়া খায়ের
তোমার জন্য বাপি।
মানুষ হও আলো ছড়াও
ঘুচাও যাবৎ তাপী!
হাত নেড়ে জানায় বিদায়
অন্তরাত্মা নড়বড়ে!
চাঁদমুখে আমাবস্যা নামে
বৃষ্টি নামে চোখ জুড়ে!
বৃষ্টি বারি অশ্রুতে মিলায়
ট্রেন মিলায় সুদুরে।
অন্তরে বর্ষায় অঝোর ধারায়
বিবর্ণ বৃষ্টি দু’ধারে।
—————————————
শ্রাবণের রাত্রি ত্রিপ্রহরে
সবাই আধো-ঘুমে বা
বেঘোর ঘুমে মরার মত আছে পড়ে,
একাকী জেগে আছি আমি
দ্রুতযান ট্রেনের ভিতরে;
শ্রাবণের রাত্রি ত্রিপ্রহরে।
গভীর নিস্তদ্ধতা চারপাশ জুড়ে,
আমার তনু-মন-চোখ,
হাতড়ে ফিরছে নিরন্তর
স্মৃতির অশেষ সমুদ্রতীরে
শুধুই তাঁরে বারে বারে;
আলো-আঁধারে, ভিতরে-বাহিরে,
শ্রাবণের রাত্রি ত্রিপ্রহরে।
কারো কারো নাক ডাকার শব্দ,
কারো খুক খুক কাশি,
রাতের নিরবতাকে টেনে নিচ্ছে
সময়ের অতল সাগরের গভীরে
শ্রাবণের রাত্রি ত্রিপ্রহরে।
শান্ত সুস্থির নিশ্চুপ নীরব
আকাশের তারামন্ডল,
প্রকৃতি স্থির ঠায় দাড়িয়ে আধাঁরে;
সুনশান নিরবতা চারিদিকে ,
ট্রেনটা বুকফাটা আর্তনাদ করে
মালঞ্চি পার হয়ে ছুটছে
আমার গন্তেব্যে শেষ প্রান্তে;
প্রিয় শহর নাটোর অনতিদূরে…
শ্রাবণের রাত্রি ত্রিপ্রহরে।
চিরচেনা প্রিয় এই শহরে,
আবার এসেছি ঘুরে ফিরে,
খুজিঁতে হারিয়ে যাওয়া
সেই তো সেই প্রেয়সী সজনীকে
যাকে হারিয়েছি আমি চিরতরে
শ্রাবণের রাত্রি ত্রিপ্রহরে।
——————————————
শ্রাবণের রাতে
শ্রাবণ রাতে নয়ন পাতে
ঘুম ভেসেছে বাদল ধারায়;
তারাগুলো খোয়া গেলো
আঁধার রাতের কায়ায়!
বরষার ঘোরে রিমিঝিম সুরে
নিশুতি রাতের মায়ায়!
মনের মুকুরে স্মৃতিরা ভেড়ে
চোখে দু’কূল ছাপায়!
বাহিরে ঝড় ভিতরে জ্বর
নিশ্বাসে দম বন্ধ!
জীবন বীণার ছেঁড়া তার
নিত্য হারায় ছন্দ!
বিবাগী মন সলিলে নয়ন
বিষাদে ঢাকা জীবন!
মৌন মলিন সব ভাষাহীন
নিশ্চুপ বিশ্ব ভুবন!
বৃষ্টির সুর বেদনাবিধুর
বুক ফেটে রক্ত ক্ষরায়!
কে উদাসী অদূরে বসি
স্মরে চাপা কান্নায়!
তার ইশারা জাগে সাড়া
এগোনোর পথ রুদ্ধ সব!
এগোনো পিছানোর দ্বন্দ্বে
নিত্য নিশিদিন অনুভব!
শ্রাবণ আসে শ্রাবণ হারায়
তমসা ঘনঘোর বরষায়;
বসন্তে শ্রাবণ হেমন্তেও শ্রাবণ
আনন্দও শ্রাবণে লুকায়!
শ্রাবণ রাতে মোমের ভাতে
আনত চাঁদমুখ দর্শনে!
অশরীরী ছোঁয়ায় বিদ্যুৎ চমকায়
ঢেউ খেলে যায় তনুমনে!
আঁচল পেতে বাসরে মেতে
অবগুণ্ঠনে তীর্যক চাহনি!
পড়ে মনে ক্ষণে ক্ষণে
সেই শ্রাবণ রাতের কাহিনি!