পুকুর থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুকুর থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গোপাটের পুকুরে মরদেহ দুটি ভেসে উঠলে তা উদ্ধার করে স্থানীয়রা। মারা যাওয়া দুই শিশু হলেন, উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গোপাট গ্রামের এনাম খাঁ’র ছেলে আরাফাত খাঁ (৯) ও উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের শিপন মিয়ার ছেলে মোঃ সামির (৮)।
শিশুর পরিবার ও স্হানীয়রা জানান, রবিবার বিকেল থেকে দুই শিশু নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরে রাতে মাইকিং করেও কোন খবর পাওয়া যায়নি। সকালে থানায় জিডি করে ফেরার পর শুনতে পেয়েছি পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভেসে উঠেছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ জানান, গতকাল (৩০ মার্চ) বিকালে থেকে তারা নিঁখোজ রয়েছে। আজ সোমবার থানায় জিডি করার পর শুনতে পেয়েছি পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভেসে উঠেছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।