বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জোড়া গোলে প্রথম দল হিসেবে শেষ ষোলোয় ফ্রান্স

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিপশ্বকাপে প্রথম দল হিসেবে শেষ ষোলোয় পা রাখল ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ডেনমার্ককে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-১ ব্যবধানে হারিয়ে এই কীর্তি গড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আজ শনিবার ‘ডি’ গ্রুপে স্টেডিয়ামে ৯৭৪-এ খেলতে নামে দুদল। পুরো ম্যাচে বল পজিশনে ডেনমার্ক এগিয়ে থাকলেও আক্রমণাত্মক খেলে জয় তুলে নেয় ফরাসিরা।

এদিন ম্যাচের ২১তম মিনিট এগিয়ে যেতে পারত ফ্রান্স। তবে অঁতোয়ান গ্রিজমানের ফ্রি কিকে আদ্রিওঁ রাবিওর হেড করলেও ঝাঁপিয়ে ঠেকান ডেনমার্ক গোলরক্ষক কাসপের স্মাইকেল।

খেলার ৩৪তম মিনিটে ফের সুযোগ পায় ফ্রান্স। গ্রিজমানের আচমকা শট রুখে দেন স্মাইকেল। একটু পরে দেম্বেলের শট ব্লক করেন ডেনমার্কের এক খেলোয়াড়।

এরপর ৩৭তম মিনিটে জিরুদের হেড অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। এর কিছুক্ষণ পর দারুণ একটি সুযোগ কাজে লাগাতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। শট করলেও ওপর দিয়ে মারেন পিএসজি ফরোয়ার্ড।

বিরতির পর ম্যাচের ৬১তম মিনিটে অবশেষে লিড পায় ফ্রান্স। থিও হার্নান্দেজের সঙ্গে ওয়ান টু ওয়ান পাসে দারুণ এক ট্রিকি শটে গোল উদযাপন করেন এমবাপ্পে।

তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি ডেনমার্ক। সাত মিনিট পর অ্যান্ডাসনের থেকে বল পেনাল্টি বক্সের সামনে থাকা আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন অসাধারণ হেডে গোলটি করেন।

ম্যাচের ৮৬তম মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন এমবাপ্পে। দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে পেনাল্টি বক্সে ঢুকে পড়ে গ্রিজমানের থেকে ক্রসে আসা বল উরুর টাচে গোলে পরিণত করেন এই তরুণ তারকা।

গ্রুপে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। ডেনমার্কের আশা অবশ্য শেষ হয়ে যায়নি। শেষ ষোলোতে যেতে হলে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে দলটিকে।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

হাসপাতালে সৌদি বাদশাহ