শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে অ্যাজমায় ভুগছেন কোটির বেশি মানুষ

news-image

রাশেদ রাব্বি
বাংলাদেশে প্রায় এক-তৃতীয়াংশ মানুষ ফুসফুসের বিভিন্ন রোগে আক্রান্ত। তাদের মধ্যে শুধু অ্যাজমা রোগেই ভুগছেন প্রায় এক কোটি ১০ লাখ মানুষ। চিকিৎসকরা বলছেন, বাংলাদেশের চল্লিশোর্ধ ২১ শতাংশ নাগরিক ভুগছেন ফুসফুসের বিশেষ রোগ সিওপিডিতে। এ রোগীদের ৬২ শতাংশই ধূমপায়ী। এ ছাড়া বাংলাদেশে ফুসফুসের রোগের অন্যতম প্রধান কারণ- পরিবেশ দূষণ ও ঘনবসতিপূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস। এমন পরিস্থিতিতে অন্যান্য দেশের মতো আজ রবিবার বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ফুসফুস দিবস। দিনটির এবারের প্রতিপাদ্য- ‘সবার জন্য নিরাপদ ফুসফুস’। বিশ্বব্যাপী ফুসফুসসংক্রান্ত সচেতনতা বাড়াতে ফোরাম অব ইন্টারন্যাশনাল রেসপিরেটরি সোসাইটি এ দিনটিকে ফুসফুস দিবস হিসেবে ঘোষণা করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের মোট জনগোষ্ঠীর একটি বড় অংশই ফুসফুসের রোগে আক্রান্ত। দেশের প্রায় এক কোটি ১০ লাখ মানুষ অ্যাজমা রোগে ভুগছেন। আবার সর্বোচ্চ যক্ষ্মা আক্রান্ত ২২ দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। দেশের মোট জনগোষ্ঠীর ২১ শতাংশই সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে আক্রান্ত। বাংলাদেশ লাং ফাউন্ডেশনের তথ্যমতে, শীর্ষ ৫টি প্রাণঘাতী রোগের মধ্যে রয়েছে- সিওপিডি, নিউমোনিয়া, ডায়াবেটিস, হৃদরোগ ও পক্ষাঘাত। এই ৫ রোগের মধ্যে দুটি রোগই হলো ফুসফুসসংক্রান্ত। ফুসফুস রোগের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে- বায়ুদূষণ, ধূমপান, অতিরিক্ত জনসংখ্যা, দারিদ্র্য, সামাজিক সচেতনতার অভাব ইত্যাদি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাধি

(রেসপিরেটরি মেডিসিন) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘ফুসফুস সুস্থ রাখার প্রথম কাজ- প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলা। স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানলে অ্যাজমা, সিওপিডি, টিবি বাড়তে পারে। এগুলো প্রতিরোধে মাস্ক পরতে হবে, ধুলাবালি এড়িয়ে চলতে হবে। ফুসফুস সুস্থ রাখতে নিতে হবে ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার টিকা। কারণ বারবার ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলে ক্রনিক অ্যাজমা বেড়ে যেতে পারে। এ ছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপান এড়িয়ে চলতে হবে।’

বায়ুদূষণ সুস্থ ফুসফুসের অন্তরায় উল্লেখ করে ডা. আতিক বলেন, বায়ুদূষণ এড়াতে মেয়াদোত্তীর্ণ যানবাহন রাস্তায় চলাচল, প্রাচীন ধাঁচের দূষণ সৃষ্টিকারী ইটের ভাটা বন্ধ করতে হবে। দালানকোঠা নির্মাণের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ ছাড়া কেউ যদি ফুসফুস রোগে আক্রান্ত হয়ে যায়, তা হলে সঠিকভাবে নিয়মিত চিকিৎসা নিতে হবে।

 

এ জাতীয় আরও খবর

পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা হয়নি, জানাল তেহরান

ঈদযাত্রায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪৩৮ জন

নব্য বাকশাল কায়েম করেছে সরকার: মির্জা ফখরুল

যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধ করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

আ.লীগের সব পর্যায়ের কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : কাদের

৪২ ডিগ্রি ছাড়াল চুয়াডাঙ্গার তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২.৬ ডিগ্রি, ঢাকায় ৪০ পার

তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ৫ দিন বন্ধ ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন : সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল নির্বাচিত

তাপপ্রবাহ : প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি না করানোর নির্দেশ