শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এফডিসিতে বেশি টাকায় কম সেবা

news-image

শিমুল আহমেদ
চলচ্চিত্রের আঁতুড়ঘর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশ (বিএফডিসি) এখন নানা সমস্যায় জর্জরিত। ক’দিন আগেই প্রশ্ন উঠেছে কেপিআইভুক্ত এই এলাকার চারপাশের পরিবেশ নিয়ে। যা নিয়ে কথা বলেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই।

এবার অভিযোগ এসেছে এফডিসির ভেতরের নানা অনিয়ম নিয়ে। ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্রের সঙ্গে জড়িত থাকা মানুষজন। এর মধ্যে অন্যতম একটি সমস্যা- উন্নত সেবা না দিয়েও বেশি টাকা নিচ্ছে এফডিসি। শুটিং ফ্লোর, ডাবিং রুম, ক্যামেরা, সাউন্ড সব কিছুর ভাড়াই বেশি। কিন্তু সেবার মান অনেক কম। এর চেয়ে অনেক কম মূল্যে প্রাইভেট হাউজগুলোতে শুটিং, ডাবিং ও অন্যান্য কাজ করতে পারছে প্রযোজক-নির্মাতারা। যার সেবার মানও অনেক ভালো বলছেন তারা।

সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর বলেন, ‘গত সোমবার রোজা থাকা অবস্থায় আমি একটি ছবির ডাবিং করছিলাম। বাইরে প্রচণ্ড গরম। আর ভেতরের পরিবেশ ঠিক তেমনই। সারা শরীর ঘামে ভিজে গেছে। এমন পরিবেশে কাজ করে কীভাবে? বদ্ধ ঘরে এসি না থাকলে রিলাক্সে কাজ করা যায় না। অথচ ভেতরে দুটি এসি আছে। এর মধ্যে একটি নষ্ট আর অন্যটি রুম ঠান্ডা করতে পারছিল না। তাই বিরক্ত হয়ে বেড়িয়ে এসেছি।’ ঘটনাটি ঘটে ‘রিভেঞ্জ’ সিনেমার ডাবিংয়ে।

এই সিনেমার প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবালও কথা বলেন বিষয়টি নিয়ে। তার ভাষ্য, ‘এফসিডিতে ডাবিং শিফটের ভাড়া হচ্ছে ৩ হাজার টাকা। যেখানে বাইরে পাওয়া যায় হাজার টাকার মধ্যে। এফডিসির শুটিং ফ্লোর ভাড়া প্রতিদিন ২২ হাজার টাকা। আর বাইরের হাউজগুলোতে ১০ হাজার টাকা এবং ক্যামেরা ভাড়া এফডিসিতে ২২ হাজার আর বাইরে ৬ হাজার টাকা। বাইরের থেকে তিন ডবল ভাড়া এফডিসিতে। অথচ তারা বড় বড় কথা বলে- এই করব, সেই করব। কিন্তু কাজের কাজ কিছুই না। যে হারে আমরা এফডিসিতে ভাড়া দিয়ে শুটিং করি, সে অনুপাতে কোনো সুবিধাই পাই না। বরং ছবির পেছনে খরচ বেড়ে যায় কয়েকগুণ। আমরা যদি বাইরের প্রাইভেট হাউজগুলোতে শুটিং করি, সেখানে অনেক সুযোগ-সুবিধা পাওয়া যায়। কিন্তু কিছু বাধ্যবাধকতার কারণে এফডিসিতে আমাদের কাজ করতে হয়।’

গুণী নির্মাতা ও অভিনেতা কাজী হায়াতের কথা উঠে আসলো এফডিসির প্রশাসনিক জটিলতা। তার ভাষ্য, ‘চলচ্চিত্রের উন্নয়নের জন্যও একটি শাখা আছে। যেখানে এফডিসির যন্ত্রপাতি ও নানা উন্নয়নের বিষয়টি দেখা হয়। এখন সেটা সরকারের একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। এই ব্যবসা প্রতিষ্ঠান হয়েও সেখানে লস হয়েছে। কারণ এর মাথা ভারি করা। যেমন- ৫টা ক্যামেরা, ৪টা ফ্লোর, একটা সাউন্ড কমপ্লেক্সে ২টা মেশিন ভাড়া দেবে এর জন্য একজন এডিশনাল সেক্রেটারির দরকার নেই। এর জন্য একজন ম্যানেজার ও কয়েকজন লোক হলেই চলে। এক কথায় বললে, এই এফডিসিটাই মাত্র ১০-১৫ জন সরকারি লোক হলেই চালাতে পারে। এত কর্মচারীর দরকার নাই। বেশি লোকবল নিয়োগ দেওয়ার কারণে প্রতি মাসে বেতন বাবদ অনেক টাকা খরচ গুনতে হয়। যার ফলে লোকসানের অঙ্কটাও বেড়ে যায়। মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নিয়ে প্রশাসনিক কাঠামোটা নতুন করে সাজানো উচিত। তাহলে বঙ্গবন্ধুর গড়া স্বপ্নে এফডিসি আলোর মুখ দেখবে।’

সঙ্গে যোগ করে বরেণ্য এই নির্মাতা আরও বলেন, ‘আগে তো অনেক ছবি নির্মাণ হতো। তখন তো এত লোক ছিল না। একজন ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজারসহ হাতে গোনা কয়েকজন ছিল। তারাই এটি চালাতো। কিন্তু এখন এটি এত ভারি হয়ে গেল কেন? প্রশাসনিক জটিলতা আসলো কেন? তাই বলব, প্রশাসনিক কাঠামো নতুন করে সাজানো খুব জরুরি। এখানে ব্যয় কম করে লাভজন প্রতিষ্ঠান হিসেবে এটি গড়ে ‍তুলতে হবে। আর সিনেমার লোকজনদের সুযোগ-সুবিধা বেশি দিতে পারলেই এটি লাভজন হবে বলে আমার বিশ্বাস।’

চলচ্চিত্র সংশ্লিষ্টদের এসব অভিযোগের বিষয়ে জানতে দৈনিক আমাদের সময় অনলাইন’র পক্ষ থেকে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিনের মুঠোফোনে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন

তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

ডেকোরেটরকে নিবন্ধন নিতে হবে দক্ষিণ সিটি থেকে

কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো : ওবায়দুল কাদের