শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে বিমানে উঠতে বাধা দেওয়ায় ইন্ডিগোকে শোকজ

news-image

অনলাইন ডেস্ক : বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে বিমানে উঠতে বাধা দেওয়ায় ইন্ডিগো এয়ারলাইনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারতের ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে এনডিটিভি।

গত ৮ মে রাঁচি বিমানবন্দরে হায়দারাবাদগামী ইন্ডিগো বিমানে উঠতে বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশুকে বাধা দেওয়া হয়। এ নিয়ে সেই সময় বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিভিন্নজন। অবশ্য ইন্ডিগো নিজেদের সাফাই গেয়ে জানিয়েছিল, ওই শিশু বিমানে উঠতে ভয় পাচ্ছিল। তার জন্য অন্য যাত্রীরাও বিব্রত হচ্ছিলেন। গ্রাউন্ড স্টাফরা ওই শিশুকে শেষ মুহূর্ত পর্যন্ত বিমানে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। কিন্তু সোশ্যাল মিডিয়া সূত্রে জানা যায়, বিমানকর্মীরা ওই শিশুর সঙ্গে অমানবিক আচরণ করছিলেন।

পরে বিষয়টি দেশটির মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও বলেন, কোনো মানুষের সঙ্গেই এমন আচরণ করা যায় না। কেন্দ্র সরকার এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। তিনি নিজেই এ ঘটনার তদন্তের কাজ খতিয়ে দেখার কথা জানান। এমনকি দোষ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

এরপর ঘটনাটি তদন্তের দায়িত্ব নেয় ডিজিসিএ। তারা জানায়, কমিটি প্রাথমিকভাবে পর্যবেক্ষণের পর প্রমাণ পেয়েছে যে ওই যাত্রীর সঙ্গে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। সেই কারণেই এই বিমান সংস্থাকে শোকজ নোটিশ দেওয়া হলো। আগামী ১০ দিনের মধ্যে জবাব দিতে হবে। জবাব এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে ইন্ডিগো জানিয়েছে, ডিজিসিএর সঙ্গে এ বিষয়ে তাদের যোগাযোগ হয়েছে। শিগগিরই এর উত্তর দেবে তারা।

 

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা