বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাগ্য ভালো লবণের দাম এখনো বাড়েনি : হাবিব

news-image

শিমুল আহমেদ
শোবিজ তারকাশিল্পীদের রয়েছে অসংখ্য ভক্ত। প্রিয় শিল্পীর ভালোলাগা, মন্দলাগা ও তাদের ব্যক্তিজীবনে ভাবনাচিন্তা জানার কৌতুহল রয়েছে সবার মাঝেই। আর প্রিয় শিল্পীর ব্যক্তি জীবনেও রয়েছে একান্ত কিছু সময়। যেখানে মাঝে-মধ্যেই হানা দেয় আজগুবি সব ভাবনাচিন্তা। সেসব ভাবনা নিয়েই আমাদের আজকের আয়োজন ‘রম্য সময়’। এই আয়োজনে মুখোমুখী হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।

* গান নিষিদ্ধ ঘোষণা করা হয়, কী করবেন?

হয় হোটেল ও না হয় ভ্রমণ বিষয়ক ব্যবসা করবো।

* মানবশূন্য, প্রযুক্তি ও খাবারবিহীন জঙ্গলে আপনি একা। তখন…

তখন আর কি করার। ধ্যান করবো।

* আপনাকে বোকা বানানোর মূল মন্ত্র কী?

মিথ্যে বলে আমাকে বোকা বানানো যায়। কারণ আমি খুব সহজেই মানুষকে বিশ্বাস করি।

* আপনার রেগে যাওয়ার কারণ কী?

আমি কারও জন্য কিছু করার পর যদি সেই মানুষটি আমার সম্মান না রাখে।

* খুব রাগ হলে কী করেন?

জোরে জোরে একটা দুটা চিৎকার দেই।

* আর মন জয় করার মূল মন্ত্র কী?

সমাজ ও মানুষের জন্য ভালো কাজ করলেই আমরা মন জয় করা যায়।

* কাকে জন্মদিন বা আপনার বিশেষ অনুষ্ঠানে দাওয়াত দেবেন না?

যারা আমার সঙ্গে বিশ্বাসঘতকতা করে।

* রাতে একা একা গাড়ি চালাচ্ছেন। নির্জন জায়গায় হঠাৎ গাড়ি নষ্ট হয়ে গেল। তখন…

আগে ড্রাইভারকে ফোন দেবো। কি সমস্যা জানতে চাইবো। এরপর মেকানিককে ফোন দেবো।

* একদিনের জন্য প্রধানমন্ত্রী হলে কী করবেন?

সৃজনশীল মানুষদের জন্য জাতীয় সংসদে প্রথমেই আইন পাশ করাবো। যেখানে তাদের কাজের উৎসাহ দিতে, প্রতিটি ভ্রমণ স্থানের নির্দিষ্ট কিছু হোটেলে ৪-৫ দিন থাকা ও খাওয়া-দাওয়া ফ্রি থাকবে। যাতে তারা মানসিকভাবে প্রশান্তি ও কাজের প্রতি উৎসাহ আরও বেড়ে যায়।

* মন্ত্রিত্ব দিতে চাইলে আপনি কোন বিষয়ক মন্ত্রী হবেন?

সাংস্কৃতিক না হলে, পর্যটন মন্ত্রী হবো।

* অনিয়মে ভরপুর এমন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মচারী আপনি। কী করবেন?

প্রথমে কারণ খুঁজে বের করবো। এরপর সেটি বন্ধ করার জন্য যথাযথ ব্যবস্থা করবো।

* ভূতের ভয় আছে এমন স্থানে রাত্রীযাপন। কীভাবে রাত পার করবেন?

লাইট জালিয়ে সারা রাত জেগে থাকবো।

* তেল ও পেঁয়াজ ছাড়া রান্না। কেমন লাগবে?

মন্দ হবে না। ভাগ্য ভালো লবণের দাম এখনো বাড়েনি। লবণ ছাড়া খাবার খাওয়া কষ্টকর।

 

এ জাতীয় আরও খবর

৫ দিন ধরে ইন্টারনেটে ধীরগতি, স্বাভাবিক হতে লাগবে ১ মাস

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ ফলনের ‘জারা লেবু’,  ওজন এক কেজি 

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ